কুষ্টিয়া প্রতিনিধি

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় দুটি পৃথক অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা শেখ হাফিজ চ্যালেঞ্জ ও তাঁর খালা। আধিপত্য বিস্তার ও ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এবং তাঁর স্বজনেরা।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোড এলাকার তাঁর খালার বাড়িতে হামলা চালিয়ে সেখান থেকে তাঁকে মারধর করে একপক্ষের নেতা-কর্মীরা। পরে আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হওয়ার আগে, নিজ জীবনের নিরাপত্তাহীনতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শেখ হাফিজ চ্যালেঞ্জ সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে মূলত বিরোধ সৃষ্টি হয়। প্রতিপক্ষের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রড, ছোরাসহ হামলা করে গুরুতর আহত করেছে। আল্লাহ রক্ষা না করলে আমাকে সেদিনই তাঁরা হত্যা করে ফেলত। উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। আমার সঙ্গে আমার পরিবারের লোকজন, খালা ও খালাত বোন অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে যাচ্ছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জীবনের নিরাপত্তা ও বিচার চাই।’
চ্যালেঞ্জ আরও বলেন, ‘কমিটি নিয়ে নোংরামি চলছে। প্রতিপক্ষের নেতা-কর্মীরা আমাকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করতে চান। হত্যার উদ্দ্যেশ্যেই সন্ত্রাসী হামলা করা হয়েছে।’ তাঁরা বলেছেন, ‘তোর কোনো বাপ তোকে বাঁচাতে পারবে না। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু ও অজয় সুরেকা বাপ তোকে বাঁচাতে পারবে না।’
জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান বলেন, ‘সাধারণ সম্পাদক চ্যালেঞ্জের জনপ্রিয়তা ও সুশোভিত রাজনীতিতে হিংসায় পড়ে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তি চাই।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর বলেন, এটা একটা ন্যক্কারজনক ঘটনা, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। দোষীদের আইনের আওতায় আনা হবে।’

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় দুটি পৃথক অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা শেখ হাফিজ চ্যালেঞ্জ ও তাঁর খালা। আধিপত্য বিস্তার ও ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এবং তাঁর স্বজনেরা।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোড এলাকার তাঁর খালার বাড়িতে হামলা চালিয়ে সেখান থেকে তাঁকে মারধর করে একপক্ষের নেতা-কর্মীরা। পরে আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হওয়ার আগে, নিজ জীবনের নিরাপত্তাহীনতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে শেখ হাফিজ চ্যালেঞ্জ সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে মূলত বিরোধ সৃষ্টি হয়। প্রতিপক্ষের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, রড, ছোরাসহ হামলা করে গুরুতর আহত করেছে। আল্লাহ রক্ষা না করলে আমাকে সেদিনই তাঁরা হত্যা করে ফেলত। উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছি। আমার সঙ্গে আমার পরিবারের লোকজন, খালা ও খালাত বোন অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল হাসপাতালে যাচ্ছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জীবনের নিরাপত্তা ও বিচার চাই।’
চ্যালেঞ্জ আরও বলেন, ‘কমিটি নিয়ে নোংরামি চলছে। প্রতিপক্ষের নেতা-কর্মীরা আমাকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করতে চান। হত্যার উদ্দ্যেশ্যেই সন্ত্রাসী হামলা করা হয়েছে।’ তাঁরা বলেছেন, ‘তোর কোনো বাপ তোকে বাঁচাতে পারবে না। জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু ও অজয় সুরেকা বাপ তোকে বাঁচাতে পারবে না।’
জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান বলেন, ‘সাধারণ সম্পাদক চ্যালেঞ্জের জনপ্রিয়তা ও সুশোভিত রাজনীতিতে হিংসায় পড়ে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তি চাই।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর বলেন, এটা একটা ন্যক্কারজনক ঘটনা, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। দোষীদের আইনের আওতায় আনা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫