ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির খাগুটিয়া গ্রামের সুমাইয়া আফরিন ‘হত্যার’ বিচার চেয়েছেন বাবা মনিরুজ্জামান তালুকদার। গতকাল বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে মেয়ে ‘হত্যার’ বিচার দাবি করে তিনি বলেন, ‘যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে মেয়েকে হত্যা করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তবে শ্বশুরবাড়ির লোকেরা এই ‘হত্যাকে’ আত্মহত্যা বলে প্রচার করছেন। ফলে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।
জানা গেছে, ঢাকায় ১৩ জানুয়ারি রাতে যৌতুক ও পারিবারিক কলহের জেরে সুমাইয়াকে নির্যাতন করেন স্বামী ওমর ফারুক। ওই রাতে সুমাইয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন বলে প্রতিবেশীদের জানান অভিযুক্ত স্বামী। পরে পাশের রুমের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একদিন পর সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন ওমর ফারুকসহ ৫ জনের নাম উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন সুমাইয়ার বাবা।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে সুমাইয়া আফরিনের (১৯) পারিবারিকভাবে বিবাহ হয় ঝালকাঠির সুগন্ধিয়া গ্রামের ওমর ফারুকের সঙ্গে। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের জন্য সুমাইয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে প্রায় সুমাইয়া বাবার বাড়িতে চলে আসতেন। মৃত্যুর একদিন আগেও তাঁকে নির্যাতন করা হয়।
নিহতের বাবা মনিরুজ্জামানের অভিযোগ, যৌতুকের টাকা ও সোনার গয়না না দেওয়ার কারণে সুমাইয়াকে মানসিকভাবে অত্যাচার করতেন ওমর ফারুক। এমনকি সুমাইয়া মারা যাওয়ার আগের দিনেও তাঁকে শারীরিক নির্যাতন করা হয় বলে সুমাইয়া জানিয়েছিলেন।
এ বিষয়ে ওমর ফারুকের বড় ভাই ফোরকান জানান, যৌতুকের জন্য তাঁকে শারীরিক অথবা মানসিক নির্যাতন করা হয়নি। এমনকি তাঁকে হত্যাও করা হয়নি।’
তবে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে তাঁদের দাবি।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদা রহমান বলেন, ‘মামলার প্রধান আসামি ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। মামলার তদন্ত চলছে।’

ঝালকাঠির খাগুটিয়া গ্রামের সুমাইয়া আফরিন ‘হত্যার’ বিচার চেয়েছেন বাবা মনিরুজ্জামান তালুকদার। গতকাল বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে মেয়ে ‘হত্যার’ বিচার দাবি করে তিনি বলেন, ‘যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে মেয়েকে হত্যা করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তবে শ্বশুরবাড়ির লোকেরা এই ‘হত্যাকে’ আত্মহত্যা বলে প্রচার করছেন। ফলে সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে।
জানা গেছে, ঢাকায় ১৩ জানুয়ারি রাতে যৌতুক ও পারিবারিক কলহের জেরে সুমাইয়াকে নির্যাতন করেন স্বামী ওমর ফারুক। ওই রাতে সুমাইয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন বলে প্রতিবেশীদের জানান অভিযুক্ত স্বামী। পরে পাশের রুমের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একদিন পর সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন ওমর ফারুকসহ ৫ জনের নাম উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন সুমাইয়ার বাবা।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে সুমাইয়া আফরিনের (১৯) পারিবারিকভাবে বিবাহ হয় ঝালকাঠির সুগন্ধিয়া গ্রামের ওমর ফারুকের সঙ্গে। বিয়ের পর থেকে স্বামী যৌতুকের জন্য সুমাইয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে প্রায় সুমাইয়া বাবার বাড়িতে চলে আসতেন। মৃত্যুর একদিন আগেও তাঁকে নির্যাতন করা হয়।
নিহতের বাবা মনিরুজ্জামানের অভিযোগ, যৌতুকের টাকা ও সোনার গয়না না দেওয়ার কারণে সুমাইয়াকে মানসিকভাবে অত্যাচার করতেন ওমর ফারুক। এমনকি সুমাইয়া মারা যাওয়ার আগের দিনেও তাঁকে শারীরিক নির্যাতন করা হয় বলে সুমাইয়া জানিয়েছিলেন।
এ বিষয়ে ওমর ফারুকের বড় ভাই ফোরকান জানান, যৌতুকের জন্য তাঁকে শারীরিক অথবা মানসিক নির্যাতন করা হয়নি। এমনকি তাঁকে হত্যাও করা হয়নি।’
তবে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে তাঁদের দাবি।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহমুদা রহমান বলেন, ‘মামলার প্রধান আসামি ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে। মামলার তদন্ত চলছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫