কাউনিয়া প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করেছিল তা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। বাংলাদেশ-ভারতের সম্পর্ক একই সূত্রে গাঁথা।
কাউনিয়ার মিরবাগ গ্রামে নলঝুড়ি শ্রীশ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমে ভারত-বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ ভবনের নির্মাণকাজ গত মঙ্গলবার পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ভারত সরকারের অর্থায়নে এই নির্মাণ চলছে।
টিপু মুনশি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার যেভাবে বাংলাদেশকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছিল, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও সেই সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আজ বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ঘটেছে। ভবিষ্যতে এই বাণিজ্য সম্পর্কের আরও উন্নয়ন হবে।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে আজ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। অবহেলিত এলাকায় ব্যবসায়ী অঞ্চল গড়ে উঠছে।
বাংলাদেশ-ভারতের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ আখ্যায়িত করে টিপু মুনশি বলেন, ‘ভারতে আমাদের দেশীয় পণ্যের সম্প্রসারণ ঘটেছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় ভারত সরকার। সে বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিভৃত পল্লি অঞ্চলে ভারত-বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ কমপ্লেক্স নির্মাণ হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এখানকার মানুষের জীবনমান বদলে যাবে। এ জন্য মন্ত্রী ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, ‘ভারতের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখার জন্য দুই দেশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ। এ দেশের গ্রামেগঞ্জে এবং শহরে অবকাঠামো উন্নয়নসহ যোগাযোগের উন্নয়ন হয়েছে।’
হাইকমিশনার আরও বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায়। কিছু সমস্যা থাকলেও আগামীতে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ও বাণিজ্য বহুগুণে বাড়বে।
নলঝুড়ি শ্রীশ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করেছিল তা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। বাংলাদেশ-ভারতের সম্পর্ক একই সূত্রে গাঁথা।
কাউনিয়ার মিরবাগ গ্রামে নলঝুড়ি শ্রীশ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমে ভারত-বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ ভবনের নির্মাণকাজ গত মঙ্গলবার পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ভারত সরকারের অর্থায়নে এই নির্মাণ চলছে।
টিপু মুনশি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত সরকার যেভাবে বাংলাদেশকে অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছিল, ঠিক একইভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও সেই সহযোগিতা করে যাচ্ছে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। আজ বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ঘটেছে। ভবিষ্যতে এই বাণিজ্য সম্পর্কের আরও উন্নয়ন হবে।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে আজ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। অবহেলিত এলাকায় ব্যবসায়ী অঞ্চল গড়ে উঠছে।
বাংলাদেশ-ভারতের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ আখ্যায়িত করে টিপু মুনশি বলেন, ‘ভারতে আমাদের দেশীয় পণ্যের সম্প্রসারণ ঘটেছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় ভারত সরকার। সে বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিভৃত পল্লি অঞ্চলে ভারত-বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ কমপ্লেক্স নির্মাণ হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে এখানকার মানুষের জীবনমান বদলে যাবে। এ জন্য মন্ত্রী ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, ‘ভারতের বন্ধুরাষ্ট্র বাংলাদেশ। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখার জন্য দুই দেশ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ। এ দেশের গ্রামেগঞ্জে এবং শহরে অবকাঠামো উন্নয়নসহ যোগাযোগের উন্নয়ন হয়েছে।’
হাইকমিশনার আরও বলেন, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায়। কিছু সমস্যা থাকলেও আগামীতে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ও বাণিজ্য বহুগুণে বাড়বে।
নলঝুড়ি শ্রীশ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫