Ajker Patrika

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের ফাইনাল আজ

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯: ১৩
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের ফাইনাল আজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে সকাল সাড়ে ৯টায় খেলাটি অনুষ্ঠিত হবে। এই ফাইনালে সাতক্ষীরা তুফান ও চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল মুখোমুখি হবে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর যৌথ আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন জেলার পাঁচটি দল অংশগ্রহণ করছে।

সূত্র জানায়, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে এই আয়োজন করা হয়েছে।

এর আগে প্রথম দিনের খেলায় গাজীপুর দলকে আট উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম।

বিসিএপিসি’র সহসভাপতি ডা. আমিনুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কাউকে দমিয়ে রাখতে পারে না, আমাদের ছেলেরা তার প্রমাণ করছে। তিনি বলেন, সকল প্রতিবন্ধকতা কাটিয়ে তারাও স্বাভাবিক খেলোয়াড়দের মতো চার-ছক্কা হাঁকাচ্ছেন। যা আমাদের অভিভূত করে। আশা করি তারা বিশ্বমঞ্চে দেশের জন্য সম্মান বয়ে আনবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত