মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ উপজেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে আছে কাজে নেই। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২টি চিকিৎসক পদসহ রয়েছে মোট ১০টি পদ। একজন করে পরিবার কল্যাণ পরিদর্শক, নৈশ প্রহরী, আয়া ও নিরাপত্তারক্ষী দিয়ে চলছে এই কেন্দ্র। একজন চিকিৎসককেও এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি।
এমনটিই দেখা যায় উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামে নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। অথচ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য করা হয়েছে নতুন ভবন। কেনা হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। আছে চিকিৎসকদের জন্য আবাসিক ভবন। নেই শুধু চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম। ফলে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। একজন পরিবার কল্যাণ পরিদর্শক দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কেন্দ্রটি।
জানা যায়, উপজেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ১০ শয্যা বিশিষ্ট। ৩ বছর আগে এ কেন্দ্রটির অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু কেন্দ্রের জন্য জনবল নিয়োগ না দেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামাঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৫–৭ কিলোমিটার দূরে অবস্থিত এ কেন্দ্রটি। এতে জরুরি ভিত্তিতে রোগীদের ভর্তি করানোও কঠিন। শিগগিরই চিকিৎসক নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার জোর দাবি জানান এলাকাবাসী।
কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক শিরীন আক্তার জানান, জনবল নিয়োগ দিয়ে কেন্দ্রটি পূর্ণাঙ্গরূপে চালু করা দরকার। আপাতত এখানে গর্ভবতী মায়েদের স্বাভাবিক অবস্থায় বাচ্চা প্রসব করানো কার্যক্রম চালু রয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন মুকুল বলেন, ‘সারা দেশে এ রকম শতাধিক মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। কিন্তু এসব কেন্দ্রের জন্য এখন পর্যন্ত কোনো জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।’

মির্জাগঞ্জ উপজেলায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র নামে আছে কাজে নেই। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২টি চিকিৎসক পদসহ রয়েছে মোট ১০টি পদ। একজন করে পরিবার কল্যাণ পরিদর্শক, নৈশ প্রহরী, আয়া ও নিরাপত্তারক্ষী দিয়ে চলছে এই কেন্দ্র। একজন চিকিৎসককেও এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি।
এমনটিই দেখা যায় উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামে নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। অথচ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য করা হয়েছে নতুন ভবন। কেনা হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। আছে চিকিৎসকদের জন্য আবাসিক ভবন। নেই শুধু চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম। ফলে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। একজন পরিবার কল্যাণ পরিদর্শক দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কেন্দ্রটি।
জানা যায়, উপজেলার একমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ১০ শয্যা বিশিষ্ট। ৩ বছর আগে এ কেন্দ্রটির অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু কেন্দ্রের জন্য জনবল নিয়োগ না দেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামাঞ্চলের মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৫–৭ কিলোমিটার দূরে অবস্থিত এ কেন্দ্রটি। এতে জরুরি ভিত্তিতে রোগীদের ভর্তি করানোও কঠিন। শিগগিরই চিকিৎসক নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার জোর দাবি জানান এলাকাবাসী।
কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শক শিরীন আক্তার জানান, জনবল নিয়োগ দিয়ে কেন্দ্রটি পূর্ণাঙ্গরূপে চালু করা দরকার। আপাতত এখানে গর্ভবতী মায়েদের স্বাভাবিক অবস্থায় বাচ্চা প্রসব করানো কার্যক্রম চালু রয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে।
পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক জসিম উদ্দিন মুকুল বলেন, ‘সারা দেশে এ রকম শতাধিক মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। কিন্তু এসব কেন্দ্রের জন্য এখন পর্যন্ত কোনো জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫