চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কয়েক দিন ধরে শীত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শিশুদের ডায়রিয়া। শীতকালীন রোটাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে আসছে ৫০-৫৫ শিশু। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
সদর উপজেলার বারঘোরিয়া এলাকার শিশু জিসানের (৪) মা সেফালি খাতুন বলেন, দুই দিন ধরে শিশু জিসানের হালকা জ্বর আসে। এরপর গত বুধবার ভোর থেকে ডায়রিয়া হতে থাকে। ফলে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর সন্তানকে।
নারায়াণপুর এলাকার আশরাফুল হক বলেন, গত বৃহস্পতিবার ভোরে ডায়রিয়া নিয়ে তাঁদের পাঁচ বছরের মেয়েকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু শয্যা না পেয়ে ঠান্ডার মধ্যেই মেঝেতে থাকতে হয় তাঁদের। পৌর এলাকার বটতলা হাট এলাকার আসমা বেগম বলেন, তাঁর ছয় বছরের শিশুকে ডায়রিয়াজনিত রোগে ভর্তি করেছেন। কিন্তু সময় পার হয়ে গেলেও চিকিৎসকের দেখা পাননি। বারবার ডাকার পরও নার্সরা ভালো ব্যবহার করেন না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) মাহফুজ রায়হান বলেন, শীতকালীন রোটাভাইরাস ডায়রিয়া রোগ ছড়াই। ৮-১০ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই ৫০-এর বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
মাহফুজ রায়হান আরও বলেন, ডায়রিয়াজনিত করণে কোনো রোগীর মৃত্যু হয়নি এবং প্রতিদিনই ৩০ থেকে ৫০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তাঁদের সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়িতে বা আশপাশে কেউ যদি আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখতে হবে। অন্যান্য বাচ্চা থেকে যদি আলাদা রাখা যায়, তাহলে ছড়ানোর সম্ভাবনা কম হবে।

চাঁপাইনবাবগঞ্জে কয়েক দিন ধরে শীত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শিশুদের ডায়রিয়া। শীতকালীন রোটাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে আসছে ৫০-৫৫ শিশু। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
সদর উপজেলার বারঘোরিয়া এলাকার শিশু জিসানের (৪) মা সেফালি খাতুন বলেন, দুই দিন ধরে শিশু জিসানের হালকা জ্বর আসে। এরপর গত বুধবার ভোর থেকে ডায়রিয়া হতে থাকে। ফলে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর সন্তানকে।
নারায়াণপুর এলাকার আশরাফুল হক বলেন, গত বৃহস্পতিবার ভোরে ডায়রিয়া নিয়ে তাঁদের পাঁচ বছরের মেয়েকে হাসপাতালে ভর্তি করান। কিন্তু শয্যা না পেয়ে ঠান্ডার মধ্যেই মেঝেতে থাকতে হয় তাঁদের। পৌর এলাকার বটতলা হাট এলাকার আসমা বেগম বলেন, তাঁর ছয় বছরের শিশুকে ডায়রিয়াজনিত রোগে ভর্তি করেছেন। কিন্তু সময় পার হয়ে গেলেও চিকিৎসকের দেখা পাননি। বারবার ডাকার পরও নার্সরা ভালো ব্যবহার করেন না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) মাহফুজ রায়হান বলেন, শীতকালীন রোটাভাইরাস ডায়রিয়া রোগ ছড়াই। ৮-১০ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই ৫০-এর বেশি শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
মাহফুজ রায়হান আরও বলেন, ডায়রিয়াজনিত করণে কোনো রোগীর মৃত্যু হয়নি এবং প্রতিদিনই ৩০ থেকে ৫০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, তাঁদের সচেতন হতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বাড়িতে বা আশপাশে কেউ যদি আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখতে হবে। অন্যান্য বাচ্চা থেকে যদি আলাদা রাখা যায়, তাহলে ছড়ানোর সম্ভাবনা কম হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫