নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাগজের তৈরি কলম, সুপারিগাছের খোল থেকে তৈরি প্লেট, খেজুরপাতা থেকে তৈরি বাটি কিংবা কলাগাছের আঁশ থেকে তৈরি গ্লাস। অনেকের কাছে এগুলো শৈশবের খেলার সরঞ্জাম মনে হলেও সৌগাত আর রউনক নামের দুই বোনের কাছে তা স্বপ্ন। কারণ, এই দুই নারী উদ্যোক্তা নিজ উদ্যোগে পরিবেশবান্ধব এসব ব্যবহার্য পণ্য তৈরি করেছেন, যা ব্যবহৃত হবে প্লাস্টিকের তৈরি বাটি, প্লেট বা গ্লাসের পরিবর্তে।
সৌগাত-রউনকের মতো অনেক নারী উদ্যোক্তার তৈরি এ ধরনের অভিনব সব সরঞ্জাম নবম জাতীয় এসএমই পণ্যমেলায় দর্শনার্থী আর ক্রেতাদের নজর কাড়ছে সহজেই। ফলে দেশীয় পণ্য ব্যবহারেও আগ্রহী হয়ে উঠছেন তাঁরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩১৪টি স্টল নিয়ে ৫ ডিসেম্বর শুরু হয়েছে এবারের এসএমই মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
বড় বোন সৌগাত নাজবিন খান কাজ করছেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্কের একজন শুভেচ্ছাদূত হিসেবে। কর্মসূত্রে তিনি তরুণদের নিয়ে কাজ করেন। পরিবেশবান্ধব দৈনন্দিন ব্যবহার্য পণ্য তৈরির ভাবনা থেকেই ২০২০ সাল থেকে এ নিয়ে কাজ শুরু করেন সৌগাত। বললেন, ‘আমরা প্রতিদিন নানান কাজে প্লাস্টিকের জিনিস ব্যবহার করি। এগুলো পরিবেশের অনেক ক্ষতি করে। তাই আমি এমন কিছু তৈরি করতে চেয়েছি, যা প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হবে এবং পরিবেশেরও ক্ষতি করবে না।’
পরিবার ও কারিগরদের সাহায্যে এই পণ্যগুলো নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করতে চান সৌগাত ও তাঁর ছোট বোন রউনক।
রিকশা প্রিন্ট নিয়ে কাজ করছেন রাইসা মানিজা আক্তার নামের আরেক উদ্যোক্তা। এসএমই মেলায় তাঁর স্টলে নজর কাড়ছে রিকশা প্রিন্ট দিয়ে রং করা কাচের বোতল, কাপ, হারিকেন, কেটলি, বাঁশ, মাটির পাত্র। রাইসা জানালেন, ছবি আঁকার প্রতি ভালোবাসা থেকে রিকশা প্রিন্ট নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।
রাইসার দোকান থেকে রিকশা প্রিন্ট করা একটি হারিকেন কিনেছেন রুকাইয়া সাহদাত। তিনি বললেন, ভিন্নধর্মী জিনিস আমি অনেক পছন্দ করি। অনেক দিন পর হারিকেন দেখছি। এর ব্যবহার এখন নেই বললেই চলে।
হাঁটতে পারেন না জান্নাতুল ফেরদৌস মহুয়া। কথা বলতেও কিছুটা সমস্যা হয়। এরপরেও তিনি নিজের বুটিক পেজ চালান ৩৫ জন কর্মী নিয়ে। কাজ করেন সুতার কাজের শাল, থ্রিপিস, শাড়ি নিয়ে। মহুয়া জানালেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো দিন তাঁর স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতে নিজের ব্যবসা আরও প্রসারের স্বপ্ন দেখেন মহুয়া।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এসএমই মেলা প্রচারের অনেক বড় জায়গা জানিয়ে চামড়াপণ্য নিয়ে কাজ করা কানিজ ফাতেমা বললেন, ‘আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের কিছু অর্থনৈতিক সাহায্যের দরকার হয়। ব্যাংকগুলো আমাদের লোন দিচ্ছে, কিন্তু এর প্রক্রিয়া অনেক জটিল। এই দিকটা আরেকটু সহজ হলে আমাদের কাজের সুবিধা হতো।’
এসএমই মেলার জনসংযোগ কর্মকর্তা মোরশেদ আলম জানান, মেলায় অংশগ্রহণকারী ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সেতুবন্ধ বাড়ানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।

কাগজের তৈরি কলম, সুপারিগাছের খোল থেকে তৈরি প্লেট, খেজুরপাতা থেকে তৈরি বাটি কিংবা কলাগাছের আঁশ থেকে তৈরি গ্লাস। অনেকের কাছে এগুলো শৈশবের খেলার সরঞ্জাম মনে হলেও সৌগাত আর রউনক নামের দুই বোনের কাছে তা স্বপ্ন। কারণ, এই দুই নারী উদ্যোক্তা নিজ উদ্যোগে পরিবেশবান্ধব এসব ব্যবহার্য পণ্য তৈরি করেছেন, যা ব্যবহৃত হবে প্লাস্টিকের তৈরি বাটি, প্লেট বা গ্লাসের পরিবর্তে।
সৌগাত-রউনকের মতো অনেক নারী উদ্যোক্তার তৈরি এ ধরনের অভিনব সব সরঞ্জাম নবম জাতীয় এসএমই পণ্যমেলায় দর্শনার্থী আর ক্রেতাদের নজর কাড়ছে সহজেই। ফলে দেশীয় পণ্য ব্যবহারেও আগ্রহী হয়ে উঠছেন তাঁরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩১৪টি স্টল নিয়ে ৫ ডিসেম্বর শুরু হয়েছে এবারের এসএমই মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
বড় বোন সৌগাত নাজবিন খান কাজ করছেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট নেটওয়ার্কের একজন শুভেচ্ছাদূত হিসেবে। কর্মসূত্রে তিনি তরুণদের নিয়ে কাজ করেন। পরিবেশবান্ধব দৈনন্দিন ব্যবহার্য পণ্য তৈরির ভাবনা থেকেই ২০২০ সাল থেকে এ নিয়ে কাজ শুরু করেন সৌগাত। বললেন, ‘আমরা প্রতিদিন নানান কাজে প্লাস্টিকের জিনিস ব্যবহার করি। এগুলো পরিবেশের অনেক ক্ষতি করে। তাই আমি এমন কিছু তৈরি করতে চেয়েছি, যা প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হবে এবং পরিবেশেরও ক্ষতি করবে না।’
পরিবার ও কারিগরদের সাহায্যে এই পণ্যগুলো নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করতে চান সৌগাত ও তাঁর ছোট বোন রউনক।
রিকশা প্রিন্ট নিয়ে কাজ করছেন রাইসা মানিজা আক্তার নামের আরেক উদ্যোক্তা। এসএমই মেলায় তাঁর স্টলে নজর কাড়ছে রিকশা প্রিন্ট দিয়ে রং করা কাচের বোতল, কাপ, হারিকেন, কেটলি, বাঁশ, মাটির পাত্র। রাইসা জানালেন, ছবি আঁকার প্রতি ভালোবাসা থেকে রিকশা প্রিন্ট নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।
রাইসার দোকান থেকে রিকশা প্রিন্ট করা একটি হারিকেন কিনেছেন রুকাইয়া সাহদাত। তিনি বললেন, ভিন্নধর্মী জিনিস আমি অনেক পছন্দ করি। অনেক দিন পর হারিকেন দেখছি। এর ব্যবহার এখন নেই বললেই চলে।
হাঁটতে পারেন না জান্নাতুল ফেরদৌস মহুয়া। কথা বলতেও কিছুটা সমস্যা হয়। এরপরেও তিনি নিজের বুটিক পেজ চালান ৩৫ জন কর্মী নিয়ে। কাজ করেন সুতার কাজের শাল, থ্রিপিস, শাড়ি নিয়ে। মহুয়া জানালেন, শারীরিক প্রতিবন্ধকতা কোনো দিন তাঁর স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ভবিষ্যতে নিজের ব্যবসা আরও প্রসারের স্বপ্ন দেখেন মহুয়া।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এসএমই মেলা প্রচারের অনেক বড় জায়গা জানিয়ে চামড়াপণ্য নিয়ে কাজ করা কানিজ ফাতেমা বললেন, ‘আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের কিছু অর্থনৈতিক সাহায্যের দরকার হয়। ব্যাংকগুলো আমাদের লোন দিচ্ছে, কিন্তু এর প্রক্রিয়া অনেক জটিল। এই দিকটা আরেকটু সহজ হলে আমাদের কাজের সুবিধা হতো।’
এসএমই মেলার জনসংযোগ কর্মকর্তা মোরশেদ আলম জানান, মেলায় অংশগ্রহণকারী ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সেতুবন্ধ বাড়ানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫