আয়নাল হোসেন, ঢাকা

জ্বালানি তেল পরিমাপে দেশের বিভিন্ন পাম্পে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল ডিসপেনসিং ইউনিট। আর তেল পরিবেশক যন্ত্রের সফটওয়্যারের নিয়ন্ত্রণ পাম্পমালিকদের কবজায়। পরিবেশক যন্ত্রের মডেল অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন পাম্পে। এমনকি যন্ত্র অনুমোদনের ব্যবস্থাই রাখা হয়নি বিএসটিআইয়ের বিধিমালায়।
ফলে ডিজিটাল যন্ত্রে সফটওয়্যারের কারসাজিতে পাম্পমালিকেরা কারচুপি করছেন বলে অভিযোগ উঠেছে। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া হলেও সেটি জানতে পারছেন না ভোক্তা। শুধু ভোক্তাই নন, ওজন ও পরিমাপ নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইও এ বিষয়ে অজ্ঞ।
বিএসটিআই জানিয়েছে, বিভিন্ন পেট্রলপাম্পে ওজনে কম দেওয়ার ঘটনা ঘটছে। আবার অনেক সময় ত্রুটিপূর্ণ ডিফেন্ডিং ইউনিটের মাধ্যমেই তেল বিক্রি হচ্ছে। যে কারণে যানবাহনের মালিকেরা ওজনে ঠকছেন। বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে বিএসটিআই কারসাজির সত্যতাও পেয়েছে।
বিভিন্ন পাম্প সূত্রে জানা গেছে, ডিজিটাল যন্ত্রগুলোর নিয়ন্ত্রণ মূলত মালিকদের হাতেই থাকছে। যে কারণে প্রতারণার বিষয়টি ভোক্তারা বুঝতেই পারছেন না। পাম্পের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যারের নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিনডেনসিং ইউনিট মেশিন আমদানিকারক মিজানুর রহমান রতন বলেন, ‘সফটওয়্যার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং নেই।’
সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে না থাকা এবং নির্দিষ্ট মডেল না থাকার পেছনে বিএসটিআইকেই দুষলেন ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, জ্বালানি তেল পরিবেশনের যন্ত্রের নিয়ন্ত্রণ বিএসটিআইয়ের হাতেই থাকতে হবে। এটি ব্যত্যয়ের কোনো সুযোগ রাখাই ঠিক নয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অপরাধে ২০২০ সালে ১ জুলাই থেকে গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট জেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের ভ্রাম্যমাণ আদালতের ৩৯৯টি অভিযানে ৬৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়।
বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) রিয়াজুল হক আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে বিভিন্ন পাম্পমালিককে জরিমানা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, ‘জ্বালানি তেল পরিবেশনের যন্ত্র আমদানি বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই করতে হয়। কিন্তু যে চোর সে সব সময়ই চুরি করবে।’
বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিবেশনের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে নেই। আইনে না থাকায় এটা করা যাচ্ছে না। বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারলে তখন করা যাবে।’

জ্বালানি তেল পরিমাপে দেশের বিভিন্ন পাম্পে ব্যবহৃত হচ্ছে ডিজিটাল ডিসপেনসিং ইউনিট। আর তেল পরিবেশক যন্ত্রের সফটওয়্যারের নিয়ন্ত্রণ পাম্পমালিকদের কবজায়। পরিবেশক যন্ত্রের মডেল অনুমোদন ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন পাম্পে। এমনকি যন্ত্র অনুমোদনের ব্যবস্থাই রাখা হয়নি বিএসটিআইয়ের বিধিমালায়।
ফলে ডিজিটাল যন্ত্রে সফটওয়্যারের কারসাজিতে পাম্পমালিকেরা কারচুপি করছেন বলে অভিযোগ উঠেছে। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া হলেও সেটি জানতে পারছেন না ভোক্তা। শুধু ভোক্তাই নন, ওজন ও পরিমাপ নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইও এ বিষয়ে অজ্ঞ।
বিএসটিআই জানিয়েছে, বিভিন্ন পেট্রলপাম্পে ওজনে কম দেওয়ার ঘটনা ঘটছে। আবার অনেক সময় ত্রুটিপূর্ণ ডিফেন্ডিং ইউনিটের মাধ্যমেই তেল বিক্রি হচ্ছে। যে কারণে যানবাহনের মালিকেরা ওজনে ঠকছেন। বিভিন্ন পাম্পে অভিযান চালিয়ে বিএসটিআই কারসাজির সত্যতাও পেয়েছে।
বিভিন্ন পাম্প সূত্রে জানা গেছে, ডিজিটাল যন্ত্রগুলোর নিয়ন্ত্রণ মূলত মালিকদের হাতেই থাকছে। যে কারণে প্রতারণার বিষয়টি ভোক্তারা বুঝতেই পারছেন না। পাম্পের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যারের নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিনডেনসিং ইউনিট মেশিন আমদানিকারক মিজানুর রহমান রতন বলেন, ‘সফটওয়্যার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং নেই।’
সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে না থাকা এবং নির্দিষ্ট মডেল না থাকার পেছনে বিএসটিআইকেই দুষলেন ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, জ্বালানি তেল পরিবেশনের যন্ত্রের নিয়ন্ত্রণ বিএসটিআইয়ের হাতেই থাকতে হবে। এটি ব্যত্যয়ের কোনো সুযোগ রাখাই ঠিক নয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অপরাধে ২০২০ সালে ১ জুলাই থেকে গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ আট জেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের ভ্রাম্যমাণ আদালতের ৩৯৯টি অভিযানে ৬৫৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়।
বিএসটিআইয়ের উপপরিচালক (সিএম) রিয়াজুল হক আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে বিভিন্ন পাম্পমালিককে জরিমানা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, ‘জ্বালানি তেল পরিবেশনের যন্ত্র আমদানি বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই করতে হয়। কিন্তু যে চোর সে সব সময়ই চুরি করবে।’
বিএসটিআইয়ের পরিচালক (মেট্রোলজি) প্রকৌশলী সাজ্জাদুল বারী আজকের পত্রিকাকে বলেন, জ্বালানি তেল পরিবেশনের ডিজিটাল ডিসপেনসিং ইউনিটের সফটওয়্যার বিএসটিআইয়ের নিয়ন্ত্রণে নেই। আইনে না থাকায় এটা করা যাচ্ছে না। বিধিমালায় অন্তর্ভুক্ত করতে পারলে তখন করা যাবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫