সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৩১ জানুয়ারি। সেখানে চেয়ারম্যান প্রার্থী ৭১ জন। তাঁদের মধ্যে তিন নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। একজন লড়ছেন তাঁর স্বামীর বিরুদ্ধে। অপরজন স্বামীকে ইতিমধ্যে সমর্থন দিয়েছেন।
চেয়ারম্যান পদে নারী প্রার্থীরা হলেন চন্দনবাইশা ইউপির শিল্পী আকতার এবং ভেলাবাড়ী ইউপির লুৎফা বেগম ও সোহানী (নুরজাহান)। তবে লুৎফা বেগম তাঁর স্বামীর সঙ্গে সমঝোতা করে স্বামীর পক্ষেই কাজ করছেন।
শিল্পী আকতার চন্দনবাইশা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর ইউপিতে সর্বমোট ভোটার ৮ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৮৩৩ এবং নারী ভোটার ৪ হাজার ২৩৮ জন।
এ বিষয়ে শিল্পী আকতার বলেন, ‘এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। ভোট নিরপেক্ষ হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব।’
ভেলাবাড়ী ইউপিতে লুৎফা বেগম চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রুবেল উদ্দিনের স্ত্রী তিনি।
লুৎফা বেগম বলেন, ‘আমার চশমা মার্কার পোস্টার আমি এলাকায় সর্বত্র সাঁটিয়ে দিয়েছি। তবে গত রোববার আমার স্বামীর সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। আমি এখন আমার স্বামীর আনারস প্রতীকের প্রচার চালাচ্ছি।’
রুবেল উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী লুৎফা বেগমের সঙ্গে আমার একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ছিল। বর্তমানে সমঝোতা হয়ে যাওয়ায় আমরা একসঙ্গে কাজ করছি। এলাকায় নৌকার প্রার্থীর প্রতাপে আমার লোকজন বের হতে পারছে না। ভোট যদি নিরপেক্ষ হয়, তাহলে আমি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হব।’
অপরদিকে একই ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের স্ত্রী সোহানী নুরজাহান। তিনি রজনী গন্ধা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোহানী নূরজাহান বলেন, ‘আমার স্বামী মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছে। আমি দেখতে চাই ভোটযুদ্ধে আমার জনপ্রিয়তা বেশি নাকি আমার স্বামীর। ভোটে কোনো কারচুপি না হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব।’
সোহানীর স্বামী শরিফুল ইসলাম বলেন, ‘আমি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার স্ত্রী সোহানী পদ্মফুল প্রতীকে নির্বাচন করছে। আশা করছি সে দু-এক দিনের মধ্যেই আমাকে সমর্থন দিয়ে আমার পক্ষে কাজ করবে।’
ভেলাবাড়ী ইউনিয়নের সর্বমোট ভোটার সংখ্যা ১২ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ১৬৭ এবং নারী ভোটার ৬ হাজার ৩৪৬ জন।
নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো রয়েছে।’

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৩১ জানুয়ারি। সেখানে চেয়ারম্যান প্রার্থী ৭১ জন। তাঁদের মধ্যে তিন নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। একজন লড়ছেন তাঁর স্বামীর বিরুদ্ধে। অপরজন স্বামীকে ইতিমধ্যে সমর্থন দিয়েছেন।
চেয়ারম্যান পদে নারী প্রার্থীরা হলেন চন্দনবাইশা ইউপির শিল্পী আকতার এবং ভেলাবাড়ী ইউপির লুৎফা বেগম ও সোহানী (নুরজাহান)। তবে লুৎফা বেগম তাঁর স্বামীর সঙ্গে সমঝোতা করে স্বামীর পক্ষেই কাজ করছেন।
শিল্পী আকতার চন্দনবাইশা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর ইউপিতে সর্বমোট ভোটার ৮ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৮৩৩ এবং নারী ভোটার ৪ হাজার ২৩৮ জন।
এ বিষয়ে শিল্পী আকতার বলেন, ‘এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। ভোট নিরপেক্ষ হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব।’
ভেলাবাড়ী ইউপিতে লুৎফা বেগম চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রুবেল উদ্দিনের স্ত্রী তিনি।
লুৎফা বেগম বলেন, ‘আমার চশমা মার্কার পোস্টার আমি এলাকায় সর্বত্র সাঁটিয়ে দিয়েছি। তবে গত রোববার আমার স্বামীর সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়েছে। আমি এখন আমার স্বামীর আনারস প্রতীকের প্রচার চালাচ্ছি।’
রুবেল উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী লুৎফা বেগমের সঙ্গে আমার একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি ছিল। বর্তমানে সমঝোতা হয়ে যাওয়ায় আমরা একসঙ্গে কাজ করছি। এলাকায় নৌকার প্রার্থীর প্রতাপে আমার লোকজন বের হতে পারছে না। ভোট যদি নিরপেক্ষ হয়, তাহলে আমি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হব।’
অপরদিকে একই ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের স্ত্রী সোহানী নুরজাহান। তিনি রজনী গন্ধা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোহানী নূরজাহান বলেন, ‘আমার স্বামী মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছে। আমি দেখতে চাই ভোটযুদ্ধে আমার জনপ্রিয়তা বেশি নাকি আমার স্বামীর। ভোটে কোনো কারচুপি না হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হব।’
সোহানীর স্বামী শরিফুল ইসলাম বলেন, ‘আমি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার স্ত্রী সোহানী পদ্মফুল প্রতীকে নির্বাচন করছে। আশা করছি সে দু-এক দিনের মধ্যেই আমাকে সমর্থন দিয়ে আমার পক্ষে কাজ করবে।’
ভেলাবাড়ী ইউনিয়নের সর্বমোট ভোটার সংখ্যা ১২ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ১৬৭ এবং নারী ভোটার ৬ হাজার ৩৪৬ জন।
নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো রয়েছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫