Ajker Patrika

টিভি নাটকে সিনেমার তারকা

আপডেট : ২৮ জুন ২০২২, ১০: ১২
টিভি নাটকে সিনেমার তারকা

ঈদের ‘বডিগার্ড’ নাটকে অভিনয় করছেন বাংলা সিনেমার তিন তারকা অমিত হাসান, ডন ও আঁচল। এই তিনজনকে এক নাটকে নিয়ে আসছেন হাসান জাহাঙ্গীর। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নির্দেশনাও দেন জাহাঙ্গীর। এবার ঈদে তিনি নির্মাণ করছেন সাত পর্বের ধারাবাহিক ‘বডিগার্ড’।

গত রোববার থেকে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে ‘বডিগার্ড’ নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। হাসান জাহাঙ্গীর জানান, এ নাটকে আঁচল একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন। আর অমিত হাসান আছেন একজন ব্যবসায়ীর চরিত্রে। প্রথমে দেখা যাবে আঁচলের স্বামী অমিত, কিন্তু তা নয়। তিনি মূলত আঁচলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচন করতে চান, নির্বাচনে জিততে চান।

পরিচালনার পাশাপাশি নাটকটির নামভূমিকায় অভিনয় করছেন হাসান জাহাঙ্গীর। তাঁকে দেখা যাবে বোবা বডিগার্ডের চরিত্রে। নাটকের শেষে জানা যায় তিনি আসলে ডিবি অফিসার। আঁচল বলেন, ‘গল্পটিতে সিনেমাটিক ব্যাপার আছে বলেই এই নাটকে কাজ করা।’

অমিত হাসান বলেন, ‘চরিত্রটি আমার কাছে দারুণ মনে হয়েছে। ভ্যারিয়েশন আছে, চ্যালেঞ্জ আছে। দর্শকের ভালো লাগবে। তাই এই নাটকে অভিনয় করলাম।’ নাটকে ডন অভিনয় করছেন তেরা বাবু চরিত্রে। এই চরিত্রটিও দর্শকের নজর কাড়বে বলে আশা নির্মাতার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত