রংপুর ও তারাগঞ্জ প্রতিনিধি

করোনা মহামারির নতুন ঢেউ সামাল দিতে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে রংপুরে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মলিহা খানমের নেতৃত্বে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ এবং করোনাভাইরাস রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম বলেন, ‘করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় সরকারের বিধিনিষেধ মানাতে প্রশাসন তৎপর রয়েছে। প্রাথমিকভাবে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পরে কঠোরতা অবলম্বন করা হবে।’
বিভাগে করোনা শনাক্তের হার গত দিনের চেয়ে কমেছে। গতকালের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৬৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গত শুক্রবার ১৬৪ জনের করোনা শনাক্ত হওয়ার সংবাদ জানানো হয়েছিল।
গতকাল দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম নতুন শনাক্তের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে দিনাজপুরের ৪২, রংপুরের ১১, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের পাঁচজন করে এবং গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার একজন করে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৩ লাখ ১২ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৪৭২ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৬৪ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ২৫২ জনের।
এদিকে তারাগঞ্জে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। মহামারির বিস্তার রোধে সরকার ঘোষিত নতুন বিধিনিষেধ প্রতিপালনে শুরু হয়েছে তৎপরতা। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে তারাগঞ্জ হাটে ব্যবসায়ীদের দূরত্ব বিধি মেনে, মুখে মাস্ক পরে কেনাবেচার জন্য বলা হয়। এ সময় হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াছমিন একদল পুলিশ সঙ্গে নিয়ে এ সচেতনতামূলক অভিযান চালান। তিনি অভিযানে সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এ সময় আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

করোনা মহামারির নতুন ঢেউ সামাল দিতে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে রংপুরে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মলিহা খানমের নেতৃত্বে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ এবং করোনাভাইরাস রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানম বলেন, ‘করোনাভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় সরকারের বিধিনিষেধ মানাতে প্রশাসন তৎপর রয়েছে। প্রাথমিকভাবে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে পরে কঠোরতা অবলম্বন করা হবে।’
বিভাগে করোনা শনাক্তের হার গত দিনের চেয়ে কমেছে। গতকালের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৬৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গত শুক্রবার ১৬৪ জনের করোনা শনাক্ত হওয়ার সংবাদ জানানো হয়েছিল।
গতকাল দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম নতুন শনাক্তের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ২২ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে দিনাজপুরের ৪২, রংপুরের ১১, নীলফামারী ও ঠাকুরগাঁওয়ের পাঁচজন করে এবং গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার একজন করে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৩ লাখ ১২ হাজার ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৪৭২ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৬৪ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ২৫২ জনের।
এদিকে তারাগঞ্জে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। মহামারির বিস্তার রোধে সরকার ঘোষিত নতুন বিধিনিষেধ প্রতিপালনে শুরু হয়েছে তৎপরতা। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে তারাগঞ্জ হাটে ব্যবসায়ীদের দূরত্ব বিধি মেনে, মুখে মাস্ক পরে কেনাবেচার জন্য বলা হয়। এ সময় হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইলোরা ইয়াছমিন একদল পুলিশ সঙ্গে নিয়ে এ সচেতনতামূলক অভিযান চালান। তিনি অভিযানে সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এ সময় আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫