সেলিম জাহান

খবরে দেখলাম যে, বান্দরবানের দুটো উপজেলা রুমা ও থানচিতে ১৭ ঘণ্টার মধ্যে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা করেছে অস্ত্রধারীরা। সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা করে তারা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে গেছে। ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপককে জিম্মি করে নেওয়া হয়েছে এবং পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করা হয়েছে।
এ মতামতটি লেখা পর্যন্ত যদিও পূর্ণ সংবাদ পাওয়া যায়নি, তবু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, এগুলো পূর্বপরিকল্পিত সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণ। এর মধ্যেই প্রাথমিকভাবে বলা হয়েছে যে, নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এই আক্রমণের সঙ্গে জড়িত।
কেএনএফ পাহাড়ি অঞ্চলের অপেক্ষাকৃত নতুন সশস্ত্র সংগঠন। তারা ২০২২ সালের মাঝামাঝি থেকে তৎপরতা শুরু করে। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিপূর্বে গণমাধ্যমকে জানিয়েছিল।
এ ঘটনা থেকে কতগুলো বিষয় উঠে আসে, যেগুলো সম্পর্কে শুধু সতর্ক হওয়া নয়, সেগুলো সম্পর্কে চিন্তা-ভাবনারও প্রয়োজন আছে। প্রথমত, এ ঘটনা থেকে বোঝা যাচ্ছে, পাহাড়ি এলাকায় আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানকার সশস্ত্র সংগঠনগুলো আবার নিজেদের সংগঠিত করছে। জানা প্রয়োজন, কেএনএফ আসলে কারা, কী তাদের লক্ষ্য, কী তারা হাসিল করতে চায়।
দ্বিতীয়ত, এটাও মনে রাখা দরকার যে, সেই এলাকায় সমতলের একটি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়াও তৎপর। এদের প্রকৃতি, উদ্দেশ্য এবং তৎপরতা সম্পর্কেও আরও তদন্ত হওয়া প্রয়োজন।
তৃতীয়ত, ঘটনাদৃষ্টে মনে হচ্ছে যে কেএনএফ ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কী? এমনও হতে পারে যে, তাদের মধ্যে একটি আঁতাত আছে এবং এ জাতীয় একটি আঁতাতের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির ক্ষতি করা এবং সেই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো তৎপরতা চালানো।
এই সব ব্যাপারই অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন। কারণ যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর দিকে তাকালে বোঝা যাবে যে, সেগুলো সাধারণ নিছক ব্যাংক ডাকাতি নয়, সেগুলো সম্ভবত একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। বিলম্ব না করে উচ্চপর্যায়ে পুরো বিষয়টি পর্যালোচনা করে আশু ব্যবস্থা গ্রহণ করা দরকার—স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে।
লেখক: ভূতপূর্ব পরিচালক, মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর ও দারিদ্র্যবিমোচন বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

খবরে দেখলাম যে, বান্দরবানের দুটো উপজেলা রুমা ও থানচিতে ১৭ ঘণ্টার মধ্যে দুটি ব্যাংকের তিনটি শাখায় হামলা করেছে অস্ত্রধারীরা। সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা করে তারা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে গেছে। ব্যাংকের একজন শাখা ব্যবস্থাপককে জিম্মি করে নেওয়া হয়েছে এবং পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করা হয়েছে।
এ মতামতটি লেখা পর্যন্ত যদিও পূর্ণ সংবাদ পাওয়া যায়নি, তবু আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, এগুলো পূর্বপরিকল্পিত সংঘবদ্ধ সন্ত্রাসী আক্রমণ। এর মধ্যেই প্রাথমিকভাবে বলা হয়েছে যে, নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এই আক্রমণের সঙ্গে জড়িত।
কেএনএফ পাহাড়ি অঞ্চলের অপেক্ষাকৃত নতুন সশস্ত্র সংগঠন। তারা ২০২২ সালের মাঝামাঝি থেকে তৎপরতা শুরু করে। পাহাড়ে তাদের আস্তানায় সমতলের নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সদস্যরা সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিপূর্বে গণমাধ্যমকে জানিয়েছিল।
এ ঘটনা থেকে কতগুলো বিষয় উঠে আসে, যেগুলো সম্পর্কে শুধু সতর্ক হওয়া নয়, সেগুলো সম্পর্কে চিন্তা-ভাবনারও প্রয়োজন আছে। প্রথমত, এ ঘটনা থেকে বোঝা যাচ্ছে, পাহাড়ি এলাকায় আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানকার সশস্ত্র সংগঠনগুলো আবার নিজেদের সংগঠিত করছে। জানা প্রয়োজন, কেএনএফ আসলে কারা, কী তাদের লক্ষ্য, কী তারা হাসিল করতে চায়।
দ্বিতীয়ত, এটাও মনে রাখা দরকার যে, সেই এলাকায় সমতলের একটি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়াও তৎপর। এদের প্রকৃতি, উদ্দেশ্য এবং তৎপরতা সম্পর্কেও আরও তদন্ত হওয়া প্রয়োজন।
তৃতীয়ত, ঘটনাদৃষ্টে মনে হচ্ছে যে কেএনএফ ও জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কী? এমনও হতে পারে যে, তাদের মধ্যে একটি আঁতাত আছে এবং এ জাতীয় একটি আঁতাতের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির ক্ষতি করা এবং সেই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো তৎপরতা চালানো।
এই সব ব্যাপারই অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন। কারণ যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর দিকে তাকালে বোঝা যাবে যে, সেগুলো সাধারণ নিছক ব্যাংক ডাকাতি নয়, সেগুলো সম্ভবত একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। বিলম্ব না করে উচ্চপর্যায়ে পুরো বিষয়টি পর্যালোচনা করে আশু ব্যবস্থা গ্রহণ করা দরকার—স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে।
লেখক: ভূতপূর্ব পরিচালক, মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর ও দারিদ্র্যবিমোচন বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫