শামিমুজ্জামান, খুলনা

খুলনার ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের কাজ কচ্ছপ গতিতে চলছে। প্রকল্পের মেয়াদ বাড়িয়েও তিন বছরে কাজ শেষ হয়েছে মাত্র ৩০ শতাংশ। এখন পর্যন্ত মূল সেতুর ২৮টি পিয়ার কলামের মধ্যে মাত্র তিনটি দৃশ্যমান হয়েছে। বর্ধিত মেয়াদ শেষ হতে বাকি আছে ১০ মাস। ফলে এই সময়ের মধ্যে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে প্রকল্পসংশ্লিষ্টরাও শঙ্কা প্রকাশ করেছেন।
খুলনার রেলিগেট থেকে দিঘলিয়ার সঙ্গে সড়ক পথে সরাসরি সংযোগ স্থাপনের জন্য ভৈরব নদের ওপর এ সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে ১ দশমিক ৩১৬ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩০৩ কোটি টাকা। জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয় ২৮২ কোটি টাকা। বাকি টাকা সেতুসংশ্লিষ্ট সংযোগ সড়ক, নতুন সড়ক, সড়ক বিভাজকসহ অন্যান্য কাজ রয়েছে।
২০২০ সালের ২৭ জুলাই প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এরপর ২০২১ সালের ২৪ মে টেস্ট পাইলিংয়ের কাজ শুরু হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভৈরব সেতু নির্মাণের জন্য ৩০৮টি সার্ভিস পাইলের মধ্যে ১০০টির কাজ শেষ হয়েছে। এ ছাড়া দুটি টেস্ট পাইল, ৩০টি পাইল ক্যাপের মধ্যে পাঁচটির কাজ শেষ হয়। আর মূল সেতুর ২৮টি পিয়ার কলামের মধ্যে তিনটি দৃশ্যমান হয়েছে।
এদিকে প্রকল্পের কাজে ধীর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। মো. একরামুল হোসেন লিপু নামের একজন বলেন, ‘প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে ১৪ মাস আগে। নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে। অথচ সেতুর কাজ কিছুই হয়নি। সেতুতে শনির দশা ভর করেছে। কাজ কবে শেষ হবে, তা জানি না।’
সেতু প্রকল্পের ব্যবস্থাপক (পিএম) প্রকৌশলী এস এম নাজমুল বলেন, ‘এখন পর্যন্ত প্রকল্পের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। হাতে সময় আছে ১০ মাস। এই সময়ের মধ্যে কাজ শেষ হবে না।’
সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহসিন মোড় থেকে ভৈরব নদ হয়ে দিঘলিয়া উপজেলার মোড় পর্যন্ত প্রায় ৩ দশমিক ২৬৫ কিলোমিটার এলাকার মোট ১৭ দশমিক ৪৯ একর জমি অধিগ্রহণ করতে হয়েছে। এই জমির মালিকানা ছিল ব্যক্তি, রেলওয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের। এসব জমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হয়।

খুলনার ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের কাজ কচ্ছপ গতিতে চলছে। প্রকল্পের মেয়াদ বাড়িয়েও তিন বছরে কাজ শেষ হয়েছে মাত্র ৩০ শতাংশ। এখন পর্যন্ত মূল সেতুর ২৮টি পিয়ার কলামের মধ্যে মাত্র তিনটি দৃশ্যমান হয়েছে। বর্ধিত মেয়াদ শেষ হতে বাকি আছে ১০ মাস। ফলে এই সময়ের মধ্যে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে প্রকল্পসংশ্লিষ্টরাও শঙ্কা প্রকাশ করেছেন।
খুলনার রেলিগেট থেকে দিঘলিয়ার সঙ্গে সড়ক পথে সরাসরি সংযোগ স্থাপনের জন্য ভৈরব নদের ওপর এ সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে ১ দশমিক ৩১৬ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৩০৩ কোটি টাকা। জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয় ২৮২ কোটি টাকা। বাকি টাকা সেতুসংশ্লিষ্ট সংযোগ সড়ক, নতুন সড়ক, সড়ক বিভাজকসহ অন্যান্য কাজ রয়েছে।
২০২০ সালের ২৭ জুলাই প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। এরপর ২০২১ সালের ২৪ মে টেস্ট পাইলিংয়ের কাজ শুরু হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভৈরব সেতু নির্মাণের জন্য ৩০৮টি সার্ভিস পাইলের মধ্যে ১০০টির কাজ শেষ হয়েছে। এ ছাড়া দুটি টেস্ট পাইল, ৩০টি পাইল ক্যাপের মধ্যে পাঁচটির কাজ শেষ হয়। আর মূল সেতুর ২৮টি পিয়ার কলামের মধ্যে তিনটি দৃশ্যমান হয়েছে।
এদিকে প্রকল্পের কাজে ধীর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। মো. একরামুল হোসেন লিপু নামের একজন বলেন, ‘প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে ১৪ মাস আগে। নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে। অথচ সেতুর কাজ কিছুই হয়নি। সেতুতে শনির দশা ভর করেছে। কাজ কবে শেষ হবে, তা জানি না।’
সেতু প্রকল্পের ব্যবস্থাপক (পিএম) প্রকৌশলী এস এম নাজমুল বলেন, ‘এখন পর্যন্ত প্রকল্পের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। হাতে সময় আছে ১০ মাস। এই সময়ের মধ্যে কাজ শেষ হবে না।’
সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহসিন মোড় থেকে ভৈরব নদ হয়ে দিঘলিয়া উপজেলার মোড় পর্যন্ত প্রায় ৩ দশমিক ২৬৫ কিলোমিটার এলাকার মোট ১৭ দশমিক ৪৯ একর জমি অধিগ্রহণ করতে হয়েছে। এই জমির মালিকানা ছিল ব্যক্তি, রেলওয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের। এসব জমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫