Ajker Patrika

তরুণীকে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৪৫
তরুণীকে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত আটক

ঢাকার সাভারে অপহরণের সাত দিন পর অপহৃতকে উদ্ধার করেছে র‍্যাব-৪। এ সময় আল আমিন (২১) নামের অপহরণকারীকে আটক করেছে তারা। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার ও আমিনকে আটক করে র‍্যাব। ওই তরুণীকে আল-আমিন তাঁর নানার বাসায় আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অপারেশন অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। এর আগে গত ৩ নভেম্বর সকাল ৯টার দিকে সাভারের উত্তর রাজাশন এলাকা থেকে ওই তরুণীকে অপহরণ করেন আল-আমিন। এ ঘটনায় অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার।

মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, অভিযোগের ছায়া তদন্তের দায়িত্বে থাকা র‍্যাব অপহরণের শিকার ওই তরুণীকে উদ্ধার করে আল-আমিনকে আটক করে। ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে রাজধানীর পল্লবী এলাকায় নানার বাসায় আটকে রাখেন আল-আমিন। ওই তরুণীকে আল-আমিন একাধিকবার ধর্ষণ করেছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, আল-আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত