Ajker Patrika

রোল নম্বর লেখার পর পরীক্ষা স্থগিত

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৫
রোল নম্বর লেখার পর পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা গতকাল সোমবার শুরু হওয়ার কথা ছিল। তাই নির্ধারিত সময় সাড়ে ৯টায় ভূঞাপুরের সব কেন্দ্রে উত্তরপত্র সরবরাহ করা হয়। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে প্রশ্নের জন্য অপেক্ষা করছিল। পরে ৯টা ৫০ মিনিটে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে।

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার পর ৯টা ৫৫ মিনিটে জানতে পারে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে পরীক্ষা হবে না। পরে শিক্ষকেরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র নিয়ে নেন।

পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা দেন। এ বছর উপজেলার অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নেবে।

এ বিষয়ে নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. শামছুল আলম জানান, পরীক্ষা স্থগিতের ঘোষণা পরে আসার আগেই শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলেছিল। পরে তা ফেরত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মেসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে মেসেজ পৌঁছে দেওয়া হয়। পরীক্ষার্থীদের দেওয়া খাতা কেন্দ্র সচিবের নির্দেশে ফেরত নেওয়া হয়। তবে কোনো প্রশ্নপত্র খোলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত