নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকৃতি এখন বেশ খামখেয়ালি। এই বৃষ্টি তো এই প্রচণ্ড গরম। প্রকৃতির খামখেয়ালিপনায় ত্বকের অবস্থাও নাজেহাল। এই ঘাম ছুটছে দরদর করে তো পরক্ষণেই কড়া রোদে পুড়ছে আচ্ছা মতো। আবার প্রচণ্ড গরমে, ক্লান্তিতে চোখ-মুখ ফুলে হয়তো একাকার। এ অবস্থায় আপনাকে দুদণ্ড শান্তি দিতে পারে আইস ফেসিয়াল। ত্বকের পোড়া দাগ, চোখের নিচের কালি বা ফোলাভাব দূর করতে এর জুড়ি মেলা ভার।
অনেকক্ষণ রোদে থাকার পর ঘরে ফিরলে ত্বকে একরকম জ্বালাপোড়া ভাব অনুভব হয়। তীব্র গরমে ছাতা, সানগ্লাস ও কাপড়ে মুখ ঢেকে থাকলেও অনেকেরই এই ত্বক জ্বলা ভাব হয়ে থাকে। আর যদি হয় সংবেদনশীল ত্বক, তাহলে ত্বক লাল হয়ে যাওয়া, অ্যালার্জি বা লাল লাল র্যাশের সমস্যাও দেখা দেয়। বিউটি এক্সপার্টদের মতে, এসব সমস্যার সমাধান রয়েছে আইস ফেসিয়ালে।
যা করতে হবে
বাইরে থেকে বাড়িতে ফিরে প্রথমে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এবার ত্বকের যেসব অংশে জ্বলা ভাব কিংবা র্যাশ দেখা দিয়েছে, সেসব অংশে আইস কিউব, অর্থাৎ বরফের টুকরো নরম কাপড়ে নিয়ে আলতো হাতে ঘষে নিতে হবে। বিশেষ করে চোখের চারপাশে বরফের টুকরো আলতো করে ম্যাসাজ করলে ত্বক জ্বলা এবং চোখের ফোলা ভাব, চোখের চারপাশের কালচে ভাব কমে যায়। এটি তৈলাক্ত মুখের তেলতেলে ভাবও কমিয়ে থাকে এবং খোলা লোমকূপ বন্ধে সহায়তা করে থাকে। ব্যবহার করা এই আইস কিউব বা বরফের টুকরোয় যদি ব্যবহার করা হয় মধু, শসা, লেবুর রস, বিটের রস, গ্লিসারিন, গ্রিন-টি, টমেটোর রস, তাজা গোলাপ ফুলের পাপড়ির রসের মতো উপাদান, তাহলে তো কথাই নেই। সব ধরনের ত্বকের যত্নে আইস কিউব ব্যবহার করা গেলেও মিশ্র ত্বকে এটি বেশি কার্যকর। আইস কিউব ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে আনে গোলাপি আভা। উজ্জ্বলতা বাড়িয়ে ত্বক করে লাবণ্যময়।
পদ্ধতি
প্রথমে আপনার ত্বক যে উপাদানটিতে সহনশীল বা মানিয়ে যায় কোনো রকম সমস্যা ছাড়াই, সেই উপাদানটি বেছে নিন। তারপর বরফ জমানোর ট্রে ও পানি নিন। এবার মধু, শসা, গোলাপ ফুল বা অন্যান্য উপাদানের রস বের করে নিন। রসের অনুপাতে ১ কাপ বেশি পানিতে মিশিয়ে নিয়ে ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে বরফ হয়ে গেলে নিয়মিত ব্যবহার করুন ভোরে ঘুম থেকে উঠে এবং রোদে পুড়ে বাইরে থেকে ফিরে। আপনি নিজেই দেখতে পাবেন ত্বকের পরিবর্তন।
সূত্র: ভোগ ম্যাগাজিন

প্রকৃতি এখন বেশ খামখেয়ালি। এই বৃষ্টি তো এই প্রচণ্ড গরম। প্রকৃতির খামখেয়ালিপনায় ত্বকের অবস্থাও নাজেহাল। এই ঘাম ছুটছে দরদর করে তো পরক্ষণেই কড়া রোদে পুড়ছে আচ্ছা মতো। আবার প্রচণ্ড গরমে, ক্লান্তিতে চোখ-মুখ ফুলে হয়তো একাকার। এ অবস্থায় আপনাকে দুদণ্ড শান্তি দিতে পারে আইস ফেসিয়াল। ত্বকের পোড়া দাগ, চোখের নিচের কালি বা ফোলাভাব দূর করতে এর জুড়ি মেলা ভার।
অনেকক্ষণ রোদে থাকার পর ঘরে ফিরলে ত্বকে একরকম জ্বালাপোড়া ভাব অনুভব হয়। তীব্র গরমে ছাতা, সানগ্লাস ও কাপড়ে মুখ ঢেকে থাকলেও অনেকেরই এই ত্বক জ্বলা ভাব হয়ে থাকে। আর যদি হয় সংবেদনশীল ত্বক, তাহলে ত্বক লাল হয়ে যাওয়া, অ্যালার্জি বা লাল লাল র্যাশের সমস্যাও দেখা দেয়। বিউটি এক্সপার্টদের মতে, এসব সমস্যার সমাধান রয়েছে আইস ফেসিয়ালে।
যা করতে হবে
বাইরে থেকে বাড়িতে ফিরে প্রথমে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিতে হবে। এবার ত্বকের যেসব অংশে জ্বলা ভাব কিংবা র্যাশ দেখা দিয়েছে, সেসব অংশে আইস কিউব, অর্থাৎ বরফের টুকরো নরম কাপড়ে নিয়ে আলতো হাতে ঘষে নিতে হবে। বিশেষ করে চোখের চারপাশে বরফের টুকরো আলতো করে ম্যাসাজ করলে ত্বক জ্বলা এবং চোখের ফোলা ভাব, চোখের চারপাশের কালচে ভাব কমে যায়। এটি তৈলাক্ত মুখের তেলতেলে ভাবও কমিয়ে থাকে এবং খোলা লোমকূপ বন্ধে সহায়তা করে থাকে। ব্যবহার করা এই আইস কিউব বা বরফের টুকরোয় যদি ব্যবহার করা হয় মধু, শসা, লেবুর রস, বিটের রস, গ্লিসারিন, গ্রিন-টি, টমেটোর রস, তাজা গোলাপ ফুলের পাপড়ির রসের মতো উপাদান, তাহলে তো কথাই নেই। সব ধরনের ত্বকের যত্নে আইস কিউব ব্যবহার করা গেলেও মিশ্র ত্বকে এটি বেশি কার্যকর। আইস কিউব ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে আনে গোলাপি আভা। উজ্জ্বলতা বাড়িয়ে ত্বক করে লাবণ্যময়।
পদ্ধতি
প্রথমে আপনার ত্বক যে উপাদানটিতে সহনশীল বা মানিয়ে যায় কোনো রকম সমস্যা ছাড়াই, সেই উপাদানটি বেছে নিন। তারপর বরফ জমানোর ট্রে ও পানি নিন। এবার মধু, শসা, গোলাপ ফুল বা অন্যান্য উপাদানের রস বের করে নিন। রসের অনুপাতে ১ কাপ বেশি পানিতে মিশিয়ে নিয়ে ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। জমে বরফ হয়ে গেলে নিয়মিত ব্যবহার করুন ভোরে ঘুম থেকে উঠে এবং রোদে পুড়ে বাইরে থেকে ফিরে। আপনি নিজেই দেখতে পাবেন ত্বকের পরিবর্তন।
সূত্র: ভোগ ম্যাগাজিন

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫