Ajker Patrika

বাক প্রতিবন্ধী শিশু ফিরে পেল পরিবার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৩
বাক প্রতিবন্ধী শিশু ফিরে পেল পরিবার

মেহেরপুরের গাংনীতে প্রদীপ আহমেদ (১১) নামের হারিয়ে যাওয়ার একদিন পর বাক প্রতিবন্ধী শিশুটিকে ফিরে পেয়েছে পরিবার। গতকাল সকালে উপজেলার বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয় থেকে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শিশুটি উপজেলার বামন্দী ইউনিয়নের বালিয়া ঘাট গ্রামের মোজাফফর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি বাক প্রতিবন্ধী হওয়ায় ঠিকানা পাওয়া যাচ্ছিল না। মা হোসনেয়ারা বেগম বলেন, গত মঙ্গলবার আমার বাক প্রতিবন্ধী শিশুটি হারিয়ে যায়। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। পরে জানতে পারি বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ে আমার ছেলে আছে। আমরা সেখান থেকে আমার ছেলেকে বাড়ি নিয়ে আসি। আমার বাচ্চাকে খুঁজে পেয়ে আমি খুব আনন্দিত। আমার ছেলেটিকে খুঁজে দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ।’

ইউপি সদস্য আশাদুল ইসলাম জানান, শিশুটি হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছে তাঁর পরিবার। গতকাল সকালে বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেলেটিকে বিদ্যালয়ে নিয়ে আসে। আমরা সংবাদ পেয়ে সেখানে যাই। শিশুটিকে পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুব আনন্দিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত