Ajker Patrika

‘প্রশ্ন ফাঁস না হইলেই বাঁচি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১: ৫৯
‘প্রশ্ন ফাঁস না হইলেই বাঁচি’

‘পরীক্ষা তো ভালোই দিছি। প্রশ্ন ফাঁস না হইলেই বাঁচি। একটা বাদ দিয়া একটা পরীক্ষা দেই। সেইটার প্রশ্নও যদি ফাঁস হয়, তাইলে আর থাকলটা কী?’ গতকাল শুক্রবার দুটি চাকরির পরীক্ষায় অংশ নেওয়া আই বি এন তানজির আহমেদ বলছিলেন কথাগুলো। এদিন সকালে রাজধানীর তেজগাঁওয়ে আহছানউল্লাহ ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেইনিং কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা দেন তিনি। এই একই সময়ে আরও দুটি পরীক্ষা ছিল তাঁর। সেই দুটি বাদ দিয়ে বিকেলে তিনি আবার বাংলাদেশ গ্যাস ফিল্ডসের পরীক্ষায় অংশ নেন।

নিয়োগ পরীক্ষাঝড়ের এই সময়ে চাকরিপ্রার্থীদের কাছে এখন নতুন আতঙ্কের নাম প্রশ্ন ফাঁস। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি সংবাদমাধ্যমে আসার পর থেকে চাকরিপ্রার্থীরা ধরেই নিচ্ছেন তাঁদের পরীক্ষার প্রশ্নও ফাঁস হতে পারে।

আহসান কবীর নামের আরেক চাকরিপ্রার্থী বলেন, যেখানে বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন ফাঁস হয়, সেখানে অন্য সমস্ত পরীক্ষার প্রশ্ন ফাঁস তো ডাল-ভাত মাত্র।

গতকাল সকালে দেশের ২৮টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয় খাদ্য অধিদপ্তরের উপসহকারী খাদ্য পরিদর্শকের পরীক্ষা। একাধিক পরীক্ষার্থী দাবি করছেন, এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার আগেই ফেসবুকে প্রশ্নের সমাধান চইলা আসছে। প্রশ্ন ফাঁস না হইলে এইটা কেমনে সম্ভব?’ এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। মুঠোফোনে খুদে বার্তারও উত্তর দেননি তিনি।

গতকাল খাদ্য অধিদপ্তর ছাড়া আরও ১৬টি সরকারনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এগুলো হলো বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ, জনতা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরীক্ষা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত