Ajker Patrika

নিজেই বানাও গিফট পেপার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৯: ৪৫
নিজেই বানাও গিফট পেপার

ঈদ তো চলেই এল। একটু একটু করে টিফিনের টাকা জমিয়ে বন্ধুদের জন্য উপহার কিনে ফেলেছ নিশ্চয়ই। কিন্তু ঈদের উপহার কি আর এমনি এমনি দেওয়া যায়? সুন্দর করে গিফট পেপার দিয়ে মুড়িয়ে ফিতা দিয়ে বেঁধে নাম লিখে তারপরই তা তুলে দিতে হয় প্রিয় বন্ধুর হাতে। এক কাজ করো, এবার নিজেই বানিয়ে ফেলো গিফট পেপার। তারপর উপহার মুড়িয়ে তুলে দাও বন্ধুর হাতে।

যা যা লাগবে

  • ব্রাউন পেপার বা হালকা রঙের যেকোনো কাগজ
  • রং-তুলি
  • স্কচটেপ
  • কাঁচি
  • ফিতা বা রঙিন উল

চলো বানাই

  • প্রথমে ব্রাউন পেপার বা হালকা রঙের কাগজের ওপর রং ও তুলি দিয়ে ফুল-পাতা এঁকে নাও মনের মতো করে। চাইলে মনের মতো নকশা বা অন্য ছবিও এঁকে নিতে পারো।
  • এরপর রং শুকাতে যথেষ্ট সময় দাও।
  • এ কাগজটি দিয়ে উপহার মুড়িয়ে ফিতা দিয়ে বেঁধে শুভেচ্ছাবার্তা লিখে তারপরই পাঠাও বন্ধুর বাড়ি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত