Ajker Patrika

বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২২, ১৬: ১৬
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মাওলানা এনায়েতউল্লাহ আব্বাসীর আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে এবং তাঁর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা জেলা কমান্ডের আয়োজনে গতকাল বৃহস্পতিবার এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কুমিল্লার সাবেক সভাপতি মাসুম হামিদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মকবুল হোসেন ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শৈল পতি নন্দন চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান সাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কুমিল্লা জেলার সহিদ আহমেদ বাবুল, অধ্যাপক রফিকুল ইসলাম, তাসলিমা সুলতানা পপি, নাজমুল হুদা ইকবাল, ওমর ফারুক বাবলু, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম সুমন, রাজিব ধর, এ কে এম জামাল উদ্দিন তুষার, মজিবুর রহমান, গিয়াস উদ্দিন প্রমুখ। এ সময় দ্রুত সময়ের মধ্যে মাওলানা এনায়েতউল্লাহ আব্বাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল বলেন, স্বাধীনতা সংগ্রামের পরাজিত শক্তি ও তাঁদের দোসরদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সব জায়গায় তাঁদের প্রতিহত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত