Ajker Patrika

টিকা পেল বেদে সম্প্রদায়

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৫
টিকা পেল বেদে সম্প্রদায়

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, স্বাস্থ্যসম্মত সুরক্ষিত জীবন প্রতিষ্ঠায় ভাসমান মানুষকে টিকাদানে উৎসাহিত ও সচেতন করে তুলতে সমাজের নেতৃস্থানীয় মানুষকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্যসম্মত নিরাপদ জীবন প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ভাসমান মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে খাদিমপাড়া ইউনিয়নের পীরেরবাজারে বেদে সম্প্রদায়ের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিভাগীয় পরিচালক স্বাস্থ্য সিলেট কার্যালয়ের আয়োজনে এবং স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড ম্যাস মিডিয়ার (সিফডিয়া) সহযোগিতায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. নূরে আলম শামীম, পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সিধু সিংহ, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর প্রশাসনিক অফিসার এম গৌছ আহমদ চৌধুরী, সিলেট সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড ম্যাস মিডিয়া সিফডিয়ার উপদেষ্টা সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সিফডিয়ার নির্বাহী পরিচালক আব্দুল মুহিত দিদার প্রমুখ।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভাসমান মানুষের মধ্যে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭টি কেন্দ্রে প্রায় ১ হাজার ৫০০ ভাসমান মানুষের মধ্যে করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন প্রদান করা হয়েছে। যে সব জায়গায় মানুষের সব সময় যাতায়াত বেশি সে সকলস্থানে ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত