Ajker Patrika

নতুন দুই সিনেমায় সাইমন

নতুন দুই সিনেমায় সাইমন

সম্প্রতি নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। একটি মিজানুর রহমান মিজানের ‘ফ্রিল্যান্সার’, অন্যটি মেহেদী হাসানের ‘শেষ বাজি’। সিনেমা দুটি নিয়ে সাইমন বলেন, ‘এখন দর্শকের স্বাদ বদলেছে। সেটা মাথায় রেখেই সিনেমার গল্প নির্বাচন করছি। আমার মনে হয় দুটি সিনেমার গল্পই দর্শককে নাড়া দিতে পারবে। জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কীভাবে শেষ হয়ে যায়, মূলত সেই গল্পেই নির্মিত হবে শেষ বাজি। অন্যদিকে একেবারে ডার্ক-থ্রিলার গল্প নিয়ে ফ্রিল্যান্সার সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে। সম্প্রতি দুবাই গিয়েছিলাম, সেখানেই মিজান ভাইয়ের কাছে গল্পটি শুনি। দেশে আসার পর সিনেমায় চুক্তিবদ্ধ হই।’

‘ফ্রিল্যান্সার’ সিনেমায় সাইমন সাদিকের সঙ্গে আরও দেখা যাবে পারভেজ চৌধুরী আবিরকে। এই দুই নায়কের সঙ্গে থাকবেন নবাগত নায়িকা মেঘলা। অন্যদিকে ‘শেষ বাজি’ সিনেমায় সাইমন সাদিকের সঙ্গে রয়েছেন শিরিন শিলা, রাশেদ মামুন অপু, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ। চলতি সপ্তাহেই শেষ বাজি সিনেমার শুটিংয়ে যোগ দেবেন সাইমন। আর কোরবানির ঈদের পর শুরু করবেন ফ্রিল্যান্সার সিনেমার শুটিং।

এদিকে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে সাইমন সাদিকের ‘লাল শাড়ি’ সিনেমাটি। বন্ধন বিশ্বাসের পরিচালনায় এতে তাঁর নায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের সিনেমাটির সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন অপু। লাল শাড়ি নিয়ে সাইমন সাদিক বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর গল্পে নির্মিত হয়েছে লাল শাড়ি। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। এই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। কী কারণে হারিয়ে যাচ্ছে, তার পেছনের গল্প এবং সেই তাঁত ও জামদানির হারানো ঐতিহ্য উঠে আসবে এই সিনেমায়। পাশাপাশি সুন্দর একটি ভালোবাসার গল্পও দেখা যাবে। এতে আমার চরিত্রের নাম রাজু। যে একজন তাঁতশ্রমিক।’ লাল শাড়ি সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত