Ajker Patrika

ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, কারাদণ্ড

ধনবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ১৬
ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, কারাদণ্ড

ধনবাড়ীতে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় এক তরুণকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ওই যুবককে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইনের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. পলাশ হোসেন (২৪) উপজেলার বর্ণিচন্দবাড়ী গ্রামের বাসিন্দা।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন পলাশ। ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন পলাশ। গত শনিবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর কাছে প্রস্তাবের বিষয়টি জানতে চান পলাশ। তখন ওই স্কুলছাত্রী না বলায় প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা করেন পলাশ। এ সময় ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা পলাশকে আটক করে বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশে দেন। পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ইউএনও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া বলেন, পলাশকে শনিবার রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউএনও বলেন, কোনো স্কুল-কলেজের শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে জানানোর অনুরোধ করা হচ্ছে। জানামাত্রই ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত