লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান আবুল খায়ের এখন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগের নেতারা আর্থিক সুবিধা নিয়ে তাঁকে দলের সাধারণ সম্পাদক বানিয়েছেন। এ নিয়ে দুই দলের নেতা-কর্মীদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আবুল খায়ের সাংবাদিকদের বলেন, ‘আমি বিএনপি করলেও কোনো পদে ছিলাম না। পরে আওয়ামী লীগে যোগ দিয়েছি। বর্তমানে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’
সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুবক্কর সিদ্দিক বলেন, ‘যাঁর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করতেন, এখন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু আমি সভাপতি হয়ে জানি না, কবে কখন তাঁকে পদ দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে আবুল খায়েরকে নেতা বানানোর বিষয়টি জানতে পারি। সাধারণ সম্পাদক আজাদ উদ্দিনকে কবে বাদ দেওয়া হয়, তাও জানি না। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।’
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, ‘আবুল খায়ের বিএনপির দলীয় নেতা। তিনি ইউনিয়ন কমিটির উপদেষ্টা। কিন্তু এখন শুনছি তিনি আওয়ামী লীগ করেন।’
আওয়ামী লীগ নেতাদের দাবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন অর্থের বিনিময়ে বিএনপি নেতাকে গোপনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন। সম্মেলন ছাড়াই আবুল খায়েরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, বিএনপির সমর্থন নিয়ে আবুল খায়ের ২০০৯ সালে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। সীমানা জটিলতার জটিলতার কারণে সেই থেকে তিনিই ইউপি চেয়ারম্যান। আবুল খায়েরের স্ত্রী কোহিনুর বেগমও বিএনপির রাজনীতি করেন।
বিএনপি সূত্র জানায়, ২০০৫ সালের ৩০ আগস্ট আবুল খায়ের সাবেক রামগতি থানা বিএনপির সদস্য হন। একই বছরের ১৫ আগস্ট চর কালকিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। ২০০৯ সালের অক্টোবরে সাহেবেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য এবং পরে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হন। ২০১৪ ও ২০১৯ সালে জাতীয় নির্বাচন প্রতিরোধ কমিটির সভাপতি ছিলেন তিনি।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আজম বলেন, দলের সুনির্দিষ্ট গঠনতন্ত্র আছে। অন্য দলের কেউ আওয়ামী লীগে যোগ দিতে চাইলে তাঁকে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন বলেন, সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বিকল্প কাউকে পাওয়া যায়নি। যে কারণে সবার মতামতের ভিত্তিতে আবুল খায়েরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান আবুল খায়ের এখন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, উপজেলা আওয়ামী লীগের নেতারা আর্থিক সুবিধা নিয়ে তাঁকে দলের সাধারণ সম্পাদক বানিয়েছেন। এ নিয়ে দুই দলের নেতা-কর্মীদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আবুল খায়ের সাংবাদিকদের বলেন, ‘আমি বিএনপি করলেও কোনো পদে ছিলাম না। পরে আওয়ামী লীগে যোগ দিয়েছি। বর্তমানে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’
সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুবক্কর সিদ্দিক বলেন, ‘যাঁর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করতেন, এখন তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু আমি সভাপতি হয়ে জানি না, কবে কখন তাঁকে পদ দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে আবুল খায়েরকে নেতা বানানোর বিষয়টি জানতে পারি। সাধারণ সম্পাদক আজাদ উদ্দিনকে কবে বাদ দেওয়া হয়, তাও জানি না। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।’
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, ‘আবুল খায়ের বিএনপির দলীয় নেতা। তিনি ইউনিয়ন কমিটির উপদেষ্টা। কিন্তু এখন শুনছি তিনি আওয়ামী লীগ করেন।’
আওয়ামী লীগ নেতাদের দাবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন অর্থের বিনিময়ে বিএনপি নেতাকে গোপনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন। সম্মেলন ছাড়াই আবুল খায়েরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, বিএনপির সমর্থন নিয়ে আবুল খায়ের ২০০৯ সালে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। সীমানা জটিলতার জটিলতার কারণে সেই থেকে তিনিই ইউপি চেয়ারম্যান। আবুল খায়েরের স্ত্রী কোহিনুর বেগমও বিএনপির রাজনীতি করেন।
বিএনপি সূত্র জানায়, ২০০৫ সালের ৩০ আগস্ট আবুল খায়ের সাবেক রামগতি থানা বিএনপির সদস্য হন। একই বছরের ১৫ আগস্ট চর কালকিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। ২০০৯ সালের অক্টোবরে সাহেবেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য এবং পরে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হন। ২০১৪ ও ২০১৯ সালে জাতীয় নির্বাচন প্রতিরোধ কমিটির সভাপতি ছিলেন তিনি।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আজম বলেন, দলের সুনির্দিষ্ট গঠনতন্ত্র আছে। অন্য দলের কেউ আওয়ামী লীগে যোগ দিতে চাইলে তাঁকে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা মানা হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন বলেন, সাহেবেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে বিকল্প কাউকে পাওয়া যায়নি। যে কারণে সবার মতামতের ভিত্তিতে আবুল খায়েরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫