সম্পাদকীয়

বাদল সরকার যখন বলতেন, মঞ্চ এবং দর্শকের অবস্থান এক সমতলে হওয়া দরকার, তখন অনেকেই তা বুঝতেন না। সৈয়দ শামসুল হক সে কথার মানে খুঁজে পেয়েছিলেন কালিয়াকৈরের একটি যাত্রাপালায়।
জামাল বাদশার স্ত্রী কমলার দুঃখের কাহিনি অভিনীত হচ্ছিল সেখানে। প্রায় ছয় ঘণ্টা ধরে যে পালাটি অভিনীত হলো, তাতে মঞ্চ আর দর্শক মিলেমিশে গিয়েছিল।অনেকেই হয়তো ‘কমলার বনবাস’ পালার কাহিনি জানেন। যাঁরা জানেন না, তাঁদের জন্য বলি, বাণিজ্যের জন্য জামাল গিয়েছে দূরদেশে। সেখানেই সে স্বপ্ন দেখেছে, আজ রাতে যে পুরুষ মিলিত হবে তার স্ত্রীর সঙ্গে, তার গর্ভে আসবে এক ক্ষণজন্মা পুত্র। সে স্বপ্ন দেখে জামাল আর দেরি করেনি। সেই সুদূর দ্বীপদেশ থেকে সমুদ্র দেওয়ের কাঁধে চড়ে যোজন যোজন পথ পাড়ি দিয়ে নিজের প্রাসাদে ফিরে এসেছে। তারপর স্ত্রী কমলার সঙ্গে মিলনের পর সে রাতেই সে ফিরে গেছে দূর দ্বীপদেশে। স্ত্রী ছাড়া তার আগমনের কথা আর কেউ জানে না। ফলে সন্তান পেটে এলে ব্যভিচারিণী আখ্যা পেল কমলা। শাশুড়ি তাকে বের করে দিল বাড়ি থেকে। কমলা বনের পথে চলে, বনের পশু এসে তাকে পথ দেখায়, পৌঁছে দেয় এক কাঠুরের বাড়ি। জন্ম হয় লালচাঁদ নামে সন্তানের। বহু ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি, কমলা ফিরে পায় তার সম্মান।
সৈয়দ হক বিস্মিত হয়েছেন পালার সঙ্গে দর্শকের মেলবন্ধনে। যখন লালচাঁদ অসুখে পড়ে, তখন কমলার বিলাপের ভাষা সেকাল-একালকে এক করে দেয়। পীরের দরগায় শিরনি দেওয়ার কথা বললে কমলা বলে, তার তো টাকা নেই। তখন তাকে ভিক্ষা করার উপদেশ দেওয়া হয়। কমলা আঁচল পেতে গান গায়, ‘ভিক্ষা দাও...’। দর্শকেরা সেই আঁচলে তুলে দিতে থাকে টাকা। সৈয়দ হক টাকা দিলে দর্শকদের ভেতর থেকে প্রশ্ন ওঠে, ‘স্যারে কয় ট্যাকা দিল।’ অশ্রুসজল কমলা নোটটা নিয়ে দর্শকদের দেখায়। পালা চলতে থাকে।
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ৩০৯-৩১১

বাদল সরকার যখন বলতেন, মঞ্চ এবং দর্শকের অবস্থান এক সমতলে হওয়া দরকার, তখন অনেকেই তা বুঝতেন না। সৈয়দ শামসুল হক সে কথার মানে খুঁজে পেয়েছিলেন কালিয়াকৈরের একটি যাত্রাপালায়।
জামাল বাদশার স্ত্রী কমলার দুঃখের কাহিনি অভিনীত হচ্ছিল সেখানে। প্রায় ছয় ঘণ্টা ধরে যে পালাটি অভিনীত হলো, তাতে মঞ্চ আর দর্শক মিলেমিশে গিয়েছিল।অনেকেই হয়তো ‘কমলার বনবাস’ পালার কাহিনি জানেন। যাঁরা জানেন না, তাঁদের জন্য বলি, বাণিজ্যের জন্য জামাল গিয়েছে দূরদেশে। সেখানেই সে স্বপ্ন দেখেছে, আজ রাতে যে পুরুষ মিলিত হবে তার স্ত্রীর সঙ্গে, তার গর্ভে আসবে এক ক্ষণজন্মা পুত্র। সে স্বপ্ন দেখে জামাল আর দেরি করেনি। সেই সুদূর দ্বীপদেশ থেকে সমুদ্র দেওয়ের কাঁধে চড়ে যোজন যোজন পথ পাড়ি দিয়ে নিজের প্রাসাদে ফিরে এসেছে। তারপর স্ত্রী কমলার সঙ্গে মিলনের পর সে রাতেই সে ফিরে গেছে দূর দ্বীপদেশে। স্ত্রী ছাড়া তার আগমনের কথা আর কেউ জানে না। ফলে সন্তান পেটে এলে ব্যভিচারিণী আখ্যা পেল কমলা। শাশুড়ি তাকে বের করে দিল বাড়ি থেকে। কমলা বনের পথে চলে, বনের পশু এসে তাকে পথ দেখায়, পৌঁছে দেয় এক কাঠুরের বাড়ি। জন্ম হয় লালচাঁদ নামে সন্তানের। বহু ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি, কমলা ফিরে পায় তার সম্মান।
সৈয়দ হক বিস্মিত হয়েছেন পালার সঙ্গে দর্শকের মেলবন্ধনে। যখন লালচাঁদ অসুখে পড়ে, তখন কমলার বিলাপের ভাষা সেকাল-একালকে এক করে দেয়। পীরের দরগায় শিরনি দেওয়ার কথা বললে কমলা বলে, তার তো টাকা নেই। তখন তাকে ভিক্ষা করার উপদেশ দেওয়া হয়। কমলা আঁচল পেতে গান গায়, ‘ভিক্ষা দাও...’। দর্শকেরা সেই আঁচলে তুলে দিতে থাকে টাকা। সৈয়দ হক টাকা দিলে দর্শকদের ভেতর থেকে প্রশ্ন ওঠে, ‘স্যারে কয় ট্যাকা দিল।’ অশ্রুসজল কমলা নোটটা নিয়ে দর্শকদের দেখায়। পালা চলতে থাকে।
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ৩০৯-৩১১

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫