মো. ফরিদ রায়হান, অষ্টগ্রাম

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’ চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। কিশোরদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সমস্যা ও সমাধান বিষয়ে পরামর্শ দেয় কেন্দ্রটি। একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা, বিশেষভাবে সুসজ্জিত কক্ষে খেলা, বিনোদন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভুক্তভোগীদের সমস্যা শুনে পরামর্শ দেন গোপনীয়তার সঙ্গে। ইউনিসেফের উদ্যোগে এই সেবা চালু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এই সেবা তৃণমূলে পৌঁছাতে ইউনিসেফ সারা দেশে ৬০৩টি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করে। কারণ, কৈশোরে শিশুর মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। এই সময়ে তারা অন্যের কথায় প্রভাবিত হয়ে পারে। নানা কারণে তারা বিপথগামী হয়। হতাশায় অনেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেয়। তাই এই সময় শিশুর মানসিক ও শারীরিক পরিচর্চার জন্য একজন ভালো পরামর্শকের দরকার হয়।
গত সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গেলে দেখা যায়, একটি কক্ষের পাশে কয়েকজন কিশোর অপেক্ষা করছে। ভেতরে প্রবেশ করে দেখা যায়, চিকিৎসক ও একজন কিশোর দাবা খেলছেন। দুজন কথা বলছেন আর খেলা চালিয়ে যাচ্ছেন। ইশারায় অপেক্ষা করতে বললেন চিকিৎসক। তারপর আবার খেলা ও কথা শুরু। শেষ হলো ৩০ মিনিট পর। পরে জানা যায়, খেলার ছলে ওই কিশোরের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ করছিলেন চিকিৎসক। চার মাস ধরে বিনা মূল্যে এভাবেই কিশোর-কিশোরীরা এই কেন্দ্র থেকে সেবা নিচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত চার মাসে আড়াই শতাধিক কিশোর-কিশোরী এই সেবা নিয়েছে। এখানে চিকিৎসক শিশু-কিশোরদের পুষ্টি, মানসিক স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, এইচআইভি, পয়োনিষ্কাশন, ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা, ভালো বন্ধু নির্বাচন ও সামাজিক নানা বিষয়ে কাউন্সেলিং করেন। গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘পারিবারিক নানা জটিলতার কারণে আমার চুপচাপ থাকতে ভালো লাগত। লেখাপড়ায় মন বসত না। মনের কথাগুলো বিশ্বস্ততার সঙ্গে কাউকে বলতে পারছিলাম না। তখন আমার শিক্ষক এখানে পাঠালেন। এখন আমি স্বাভাবিক আছি।’
দায়িত্বরত সহকারী চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, কৈশোর বয়সের সন্তানের সব ধরনের পরিবর্তন অভিভাবকদের নজর রাখতে হবে। প্রয়োজনে কাউন্সেলিং করাতে হবে। শিশুদের মানসিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল শাফি বলেন, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করাই এই কর্নারের উদ্দেশ্য।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র’ চালু হয়েছে গত বছরের সেপ্টেম্বর মাসে। কিশোরদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সমস্যা ও সমাধান বিষয়ে পরামর্শ দেয় কেন্দ্রটি। একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা, বিশেষভাবে সুসজ্জিত কক্ষে খেলা, বিনোদন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভুক্তভোগীদের সমস্যা শুনে পরামর্শ দেন গোপনীয়তার সঙ্গে। ইউনিসেফের উদ্যোগে এই সেবা চালু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এই সেবা তৃণমূলে পৌঁছাতে ইউনিসেফ সারা দেশে ৬০৩টি কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করে। কারণ, কৈশোরে শিশুর মানসিক স্বাস্থ্য বিকশিত হয়। এই সময়ে তারা অন্যের কথায় প্রভাবিত হয়ে পারে। নানা কারণে তারা বিপথগামী হয়। হতাশায় অনেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেয়। তাই এই সময় শিশুর মানসিক ও শারীরিক পরিচর্চার জন্য একজন ভালো পরামর্শকের দরকার হয়।
গত সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গেলে দেখা যায়, একটি কক্ষের পাশে কয়েকজন কিশোর অপেক্ষা করছে। ভেতরে প্রবেশ করে দেখা যায়, চিকিৎসক ও একজন কিশোর দাবা খেলছেন। দুজন কথা বলছেন আর খেলা চালিয়ে যাচ্ছেন। ইশারায় অপেক্ষা করতে বললেন চিকিৎসক। তারপর আবার খেলা ও কথা শুরু। শেষ হলো ৩০ মিনিট পর। পরে জানা যায়, খেলার ছলে ওই কিশোরের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ করছিলেন চিকিৎসক। চার মাস ধরে বিনা মূল্যে এভাবেই কিশোর-কিশোরীরা এই কেন্দ্র থেকে সেবা নিচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত চার মাসে আড়াই শতাধিক কিশোর-কিশোরী এই সেবা নিয়েছে। এখানে চিকিৎসক শিশু-কিশোরদের পুষ্টি, মানসিক স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, এইচআইভি, পয়োনিষ্কাশন, ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা, ভালো বন্ধু নির্বাচন ও সামাজিক নানা বিষয়ে কাউন্সেলিং করেন। গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী বলে, ‘পারিবারিক নানা জটিলতার কারণে আমার চুপচাপ থাকতে ভালো লাগত। লেখাপড়ায় মন বসত না। মনের কথাগুলো বিশ্বস্ততার সঙ্গে কাউকে বলতে পারছিলাম না। তখন আমার শিক্ষক এখানে পাঠালেন। এখন আমি স্বাভাবিক আছি।’
দায়িত্বরত সহকারী চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, কৈশোর বয়সের সন্তানের সব ধরনের পরিবর্তন অভিভাবকদের নজর রাখতে হবে। প্রয়োজনে কাউন্সেলিং করাতে হবে। শিশুদের মানসিক বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভালো ভালো অনুষ্ঠানের আয়োজন করতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল শাফি বলেন, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করাই এই কর্নারের উদ্দেশ্য।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫