সম্পাদকীয়

দিলীপ কুমারকে বলা হয় ভারতের চলচ্চিত্র জগতের ধ্রুবতারা। তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান, জাতিতে পাঠান। তাঁর জন্ম ১৯২২ সালের ১১ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে। বাবার সঙ্গে মতদ্বৈধতায় বাড়ি ছাড়েন দিলীপ কুমার। পরিচয় গোপন করে ক্যানটিন কন্ট্রাক্টরের কাজ করেন। পরে আর্মি ক্লাবে স্যান্ডউইচ বিক্রি করেছেন।
পাঁচ হাজার টাকা জমিয়ে তিনি চলে যান বোম্বে (বর্তমান মুম্বাই)। সেখানেই তাঁর জীবনে লাগে পরিবর্তনের হাওয়া। সিনেমায় অভিষেক করে নাম বদলে হন দিলীপ কুমার। চলচ্চিত্রে আসার আগে কখনো মঞ্চে অভিনয় করেননি। স্কুল বা কলেজজীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও খুব আগ্রহী ছিলেন না তিনি। অভিনয়েও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না।
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও সিনেমাটি সফল হয়নি। এরপর ১৯৪৭ সালে ‘জুগনু’ সিনেমার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১৯৫০ ও ১৯৬০-এর দশকে বলিউড শাসন করা এই অভিনেতাকে আরও একটি উপাধি দেওয়া হয়—ভারতীয় সিনেমার ‘ট্র্যাজেডি কিং’। কেননা, অধিকাংশ সিনেমায় তাঁকে ট্র্যাজেডি নায়ক হিসেবে দেখা যেত।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনায়ও হাতেখড়ি হয়েছিল তাঁর। ১৯৬১ সালে তিনি ‘গঙ্গা যমুনা’ প্রযোজনা করেন। এ ছাড়া ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘দিল দিয়া দর্দ লিয়া’ সিনেমাটি আবদুল রশিদ কারদারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন। সেখানে ওয়াহিদা রেহমানের বিপরীতে অভিনয়ও করেছিলেন তিনি।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ায় তাঁর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
দিলীপ কুমার ছয় দশক ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম আইকন হয়ে ৯৮ বছরের জীবনে অভিনয় করেছেন ৫০টির বেশি চলচ্চিত্রে। ১৯৯৮ সালে মুক্তি পায় দিলীপ কুমার অভিনীত শেষ সিনেমা ‘কিলা’।
২০২১ সালের ৭ জুলাই মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিনয় জগতের অনন্য প্রতিভার এই মানুষটি।

দিলীপ কুমারকে বলা হয় ভারতের চলচ্চিত্র জগতের ধ্রুবতারা। তাঁর আসল নাম মুহাম্মদ ইউসুফ খান, জাতিতে পাঠান। তাঁর জন্ম ১৯২২ সালের ১১ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে। বাবার সঙ্গে মতদ্বৈধতায় বাড়ি ছাড়েন দিলীপ কুমার। পরিচয় গোপন করে ক্যানটিন কন্ট্রাক্টরের কাজ করেন। পরে আর্মি ক্লাবে স্যান্ডউইচ বিক্রি করেছেন।
পাঁচ হাজার টাকা জমিয়ে তিনি চলে যান বোম্বে (বর্তমান মুম্বাই)। সেখানেই তাঁর জীবনে লাগে পরিবর্তনের হাওয়া। সিনেমায় অভিষেক করে নাম বদলে হন দিলীপ কুমার। চলচ্চিত্রে আসার আগে কখনো মঞ্চে অভিনয় করেননি। স্কুল বা কলেজজীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ডেও খুব আগ্রহী ছিলেন না তিনি। অভিনয়েও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না।
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও সিনেমাটি সফল হয়নি। এরপর ১৯৪৭ সালে ‘জুগনু’ সিনেমার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১৯৫০ ও ১৯৬০-এর দশকে বলিউড শাসন করা এই অভিনেতাকে আরও একটি উপাধি দেওয়া হয়—ভারতীয় সিনেমার ‘ট্র্যাজেডি কিং’। কেননা, অধিকাংশ সিনেমায় তাঁকে ট্র্যাজেডি নায়ক হিসেবে দেখা যেত।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনায়ও হাতেখড়ি হয়েছিল তাঁর। ১৯৬১ সালে তিনি ‘গঙ্গা যমুনা’ প্রযোজনা করেন। এ ছাড়া ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘দিল দিয়া দর্দ লিয়া’ সিনেমাটি আবদুল রশিদ কারদারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন। সেখানে ওয়াহিদা রেহমানের বিপরীতে অভিনয়ও করেছিলেন তিনি।
দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ায় তাঁর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
দিলীপ কুমার ছয় দশক ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম আইকন হয়ে ৯৮ বছরের জীবনে অভিনয় করেছেন ৫০টির বেশি চলচ্চিত্রে। ১৯৯৮ সালে মুক্তি পায় দিলীপ কুমার অভিনীত শেষ সিনেমা ‘কিলা’।
২০২১ সালের ৭ জুলাই মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিনয় জগতের অনন্য প্রতিভার এই মানুষটি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫