Ajker Patrika

আবাসন মেলায় রং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ৩১
আবাসন মেলায় রং

আবাসন খাতের গুরুত্বপূর্ণ পণ্য রড, সিমেন্ট, সিরামিক ও রং উৎপাদনে দেশেই গড়ে উঠেছে বৃহৎ শিল্প। রিহ্যাব মেলায় প্লট, ফ্ল্যাট ছাড়াও নির্মাণ সংক্রান্ত সেসব পণ্য ও সেবার স্টলও দেখা গেছে। প্রতিষ্ঠানগুলোর স্টলেও ক্রেতা-দর্শনার্থীর ভিড় দেখা গেছে।

নান্দনিক রঙে ফ্ল্যাট সাজাতে নানা ধরনের রং নিয়ে স্টল সাজিয়েছিল বার্জার পেইন্টস। দেয়াল ও নকশা অনুযায়ী রং পছন্দ করতে রাখা হয় বেশ কিছু ক্যাটালগ। ক্রেতাদের রং এবং রঙের সর্বাধুনিক প্রযুক্তি সম্পর্কে জানিয়েছেন বার্জারের বিপণনকর্মীরা।

রিহ্যাব মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা জানতে চাইলে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার-মার্কেটিং এ কে এম সাদেক নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘সশরীরে মেলায় এলে একজন ক্রেতা নানা ধরনের রং দেখতে পারেন। প্রশ্ন করে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। মেলার মাধ্যমে মূলত আমরা আমাদের পণ্য সম্পর্ক জানানোর চেষ্টা করি।’

এ কে এম সাদেক নেওয়াজ বলেন, ‘মেলায় আমরা আমাদের নতুন পণ্য ও টেকনোলজি ক্রেতা ও ক্রেতা-দর্শনার্থীদের সামনে তুলে ধরি। যেমন-এই যে করোনার সময় সবকিছুতে যখন ভাইরাসে ছেয়ে যাচ্ছিল তখন আমরা এন্টি ভাইরাস জাতীয় পেইন্টও নিয়ে আসি। এন্টি ব্যাকটেরিয়াল পেইন্ট, এন্টি ভাইরাস পেইন্টে সম্পর্কে মানুষকে জানাচ্ছি। এর মাধ্যমে ঘরটা হাইজেনিক থাকবে।’

কোভিড সংক্রান্ত লকডাউনের কারণে আবাসন খাতে একটা ধীর গতি চলে আসে। সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছেন আবাসন খাত সংশ্লিষ্টরা। এ কারণে এবারের রিহ্যাব মেলাটি একটি বিশেষ তাৎপর্য বহন করেছে বলে তিনি জানান। রঙের বাজার আকার কত জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দেশে বাজার আকার ৪ হাজার কোটির টাকার বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত