ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ পাহারায় আসবাব ক্রয়ের দরপত্র জমা নেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে এ দরপত্রের কার্যক্রম চলে। মোট ২৪ কোটি ৬৫ লাখ টাকার প্যাকেজ-১-এর উন্মুক্ত এ দরপত্র কিনতে ২৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের দরপত্র শিডিউল জমা দেয়।
এর আগে স্থানীয় ঠিকাদাররা প্রিন্টিং প্রেসের স্টোরে রক্ষিত ছোট কাগজ ও পুরোনো প্লেটসমূহ বিক্রয়ের নিলামে কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে আসা ঠিকাদারদের নাম নিবন্ধন করতে দেয়নি। আসবাবপত্রের দরপত্র কাজ নিয়ে স্থানীয় ঠিকাদারেরা ঝামেলা করতে পারেন এমন আভাসে পুলিশ পাহারায় দরপত্রের কার্যক্রম পরিচালনা করে প্রকৌশল দপ্তর।
স্থানীয় ঠিকাদাররা বলেন, ‘আমাদের বাদ দিয়ে বাইরের ঠিকাদারদের কাজ দিয়ে আমাদের পেটে লাথি মারা হচ্ছে। বিষয়টি যদি আমলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তুলব।’
নিজেদের অনুকূলে নীতিমালা পরিবর্তন করে কাজ দেওয়ার দাবি করেছে ইবি ঠিকাদার সমিতি। সমিতির দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও পরিকল্পনা বিভাগের পরিচালক অনিয়ম ও দুর্নীতি করে তাঁদের কাজ দিচ্ছে না।
জানতে চাইলে এ বিষয়ে প্রধান প্রকৌশলী মুনশি শহিদ উদ্দিন মো. তারেক বলেন, ‘আসবাবপত্রের প্যাকেজ-১ এর দুই লটে ৩ কোটি ও দুই কোটি ৮২ লাখ টাকার উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এখান থেকে যাচাই-বাছাই করে আমরা যেকোনো প্রতিষ্ঠানকে নির্বাচিত করব।’
প্রকৌশল দপ্তরে পুলিশ পাহারার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। এর আগে স্থানীয় ঠিকাদারেরা বিভিন্ন ঝামেলা করেছে। এখানে টেন্ডার ছিনতাইয়ের ঘটনাও ঘটতে পারে। সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। ক্যাম্পাস অরক্ষিত নয়। তবে এটা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুলিশ পাহারায় আসবাব ক্রয়ের দরপত্র জমা নেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে এ দরপত্রের কার্যক্রম চলে। মোট ২৪ কোটি ৬৫ লাখ টাকার প্যাকেজ-১-এর উন্মুক্ত এ দরপত্র কিনতে ২৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের দরপত্র শিডিউল জমা দেয়।
এর আগে স্থানীয় ঠিকাদাররা প্রিন্টিং প্রেসের স্টোরে রক্ষিত ছোট কাগজ ও পুরোনো প্লেটসমূহ বিক্রয়ের নিলামে কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে আসা ঠিকাদারদের নাম নিবন্ধন করতে দেয়নি। আসবাবপত্রের দরপত্র কাজ নিয়ে স্থানীয় ঠিকাদারেরা ঝামেলা করতে পারেন এমন আভাসে পুলিশ পাহারায় দরপত্রের কার্যক্রম পরিচালনা করে প্রকৌশল দপ্তর।
স্থানীয় ঠিকাদাররা বলেন, ‘আমাদের বাদ দিয়ে বাইরের ঠিকাদারদের কাজ দিয়ে আমাদের পেটে লাথি মারা হচ্ছে। বিষয়টি যদি আমলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তুলব।’
নিজেদের অনুকূলে নীতিমালা পরিবর্তন করে কাজ দেওয়ার দাবি করেছে ইবি ঠিকাদার সমিতি। সমিতির দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও পরিকল্পনা বিভাগের পরিচালক অনিয়ম ও দুর্নীতি করে তাঁদের কাজ দিচ্ছে না।
জানতে চাইলে এ বিষয়ে প্রধান প্রকৌশলী মুনশি শহিদ উদ্দিন মো. তারেক বলেন, ‘আসবাবপত্রের প্যাকেজ-১ এর দুই লটে ৩ কোটি ও দুই কোটি ৮২ লাখ টাকার উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এখান থেকে যাচাই-বাছাই করে আমরা যেকোনো প্রতিষ্ঠানকে নির্বাচিত করব।’
প্রকৌশল দপ্তরে পুলিশ পাহারার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। এর আগে স্থানীয় ঠিকাদারেরা বিভিন্ন ঝামেলা করেছে। এখানে টেন্ডার ছিনতাইয়ের ঘটনাও ঘটতে পারে। সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। ক্যাম্পাস অরক্ষিত নয়। তবে এটা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫