Ajker Patrika

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দিয়ে কারাগারে যুবক

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩: ৫৫
প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে দিয়ে কারাগারে যুবক

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করায় মো. পারভেজ মিয়া (৪৫) নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পারভেজ মিয়া জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া নয়ানীপাড়া এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।

এর আগে গত শনিবার সকালে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদী হয়ে পারভেজ মিয়াকে আসামি করে মামলা করেন।

পুলিশ জানায়, গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিকৃত ছবি মো. পারভেজ মিয়া তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করেন।

বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত