জসিম উদ্দিন, নীলফামারী

ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পর সারা দেশে উচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। এর মধ্যে দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে নীলফামারীর আদালতপাড়ায় বাড়তি কোনো নিরাপত্তাব্যবস্থা দেখা যায়নি।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ঘুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা চোখে পড়েনি। সেখানে দেখা গেছে, খোলা মূল ফটক দিয়ে বিচারপ্রার্থীসহ সাধারণ লোকজন অবাধে যাতায়াত করছেন। এ সময় একটি খালি ট্রাক্টরকে আদালত চত্বর থেকে বের হতে দেখা যায়।
আদালতের মূল ভবনের প্রবেশদ্বার, বারান্দায় মানুষের অবাধ চলাচল থাকলেও বাড়তি কোনো নিরাপত্তারক্ষী কিংবা পুলিশ সদস্য ছিল না। এজলাসগুলোর সামনে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষদের জটলা ছিল সাধারণ দিনের মতোই। এ ছাড়া আদালত চত্বরে ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকানদারদের বিচরণ ছিল স্বাভাবিক দিনের মতোই। মূল ফটকের ভেতরে মালামালের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেছে তাঁদের।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নূর আমীন বলেন, বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তবে সবাই সজাগ আছেন। আদালতে বাড়তি নিরাপত্তার বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গোটা জেলায় সতর্ক অবস্থানে থেকে পুলিশ কাজ করছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে একটি মামলায় গত রোববার বেলা পৌনে একটার দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাঁদের নিয়ে আদালত চত্বর ছেড়ে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা অন্য জঙ্গিরা পুলিশের চোখে-মুখে স্প্রে করে শামীম ও সাকিবকে ছিনিয়ে নিয়ে যান।
এই দুজন ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। তাঁদের ধরার জন্য ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, পাশাপাশি দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পর সারা দেশে উচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। এর মধ্যে দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে নীলফামারীর আদালতপাড়ায় বাড়তি কোনো নিরাপত্তাব্যবস্থা দেখা যায়নি।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ঘুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা চোখে পড়েনি। সেখানে দেখা গেছে, খোলা মূল ফটক দিয়ে বিচারপ্রার্থীসহ সাধারণ লোকজন অবাধে যাতায়াত করছেন। এ সময় একটি খালি ট্রাক্টরকে আদালত চত্বর থেকে বের হতে দেখা যায়।
আদালতের মূল ভবনের প্রবেশদ্বার, বারান্দায় মানুষের অবাধ চলাচল থাকলেও বাড়তি কোনো নিরাপত্তারক্ষী কিংবা পুলিশ সদস্য ছিল না। এজলাসগুলোর সামনে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষদের জটলা ছিল সাধারণ দিনের মতোই। এ ছাড়া আদালত চত্বরে ফেরিওয়ালা ও ভ্রাম্যমাণ দোকানদারদের বিচরণ ছিল স্বাভাবিক দিনের মতোই। মূল ফটকের ভেতরে মালামালের পসরা সাজিয়ে বসে থাকতে দেখা গেছে তাঁদের।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নূর আমীন বলেন, বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তবে সবাই সজাগ আছেন। আদালতে বাড়তি নিরাপত্তার বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, গোটা জেলায় সতর্ক অবস্থানে থেকে পুলিশ কাজ করছে। এ ছাড়া গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে একটি মামলায় গত রোববার বেলা পৌনে একটার দিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাঁদের নিয়ে আদালত চত্বর ছেড়ে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা অন্য জঙ্গিরা পুলিশের চোখে-মুখে স্প্রে করে শামীম ও সাকিবকে ছিনিয়ে নিয়ে যান।
এই দুজন ২০১৫ সালে বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় এবং জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। তাঁদের ধরার জন্য ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, পাশাপাশি দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫