Ajker Patrika

শেরপুরে পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৪: ১০
শেরপুরে পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

বগুড়ার শেরপুর উপজেলায় সনি হোসেন (২) নামের এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সুঘাট ইউনিয়নের দড়িহাসড়া গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সনি হোসেন গোয়াল বিশ্বা গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, এক বছর আগে সনির মা-বাবার বিচ্ছেদ হয়। এর পর থেকে মা শান্তনা ছেলেকে নিয়ে বাবার বাড়ি সুঘাট ইউনিয়নের দড়িহাসড়া গ্রামে থাকেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সনি খেলতে খেলতে সবার অজান্তে পুকুর পাড়ের কাছে চলে যায়। এদিকে মা শান্তনাসহ আত্মীয়স্বজন সনিকে না পেয়ে খুঁজতে থাকে। দুপুর ১২টার দিকে একপর্যায়ে শিশু সনিকে পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত চান? উপায় বলে দিলেন জারা নিজেই

তাসনিম জারার পদত্যাগের পর সামান্তা শারমিনের রহস্যময় পোস্ট

এনসিপি থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা তাসনিম জারার

তাসনিম জারার পদত্যাগের পর তিন এনসিপি নেত্রীর রহস্যময় পোস্ট

কোন স্বার্থে মুসলিমপ্রধান সোমালিল্যান্ডকে সবার আগে স্বীকৃতি দিল ইসরায়েল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ