Ajker Patrika

৮ জনের নামে মামলা করলেন এএসআই

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৮: ৫৮
৮ জনের নামে মামলা করলেন এএসআই

গাজীপুরের শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের মেটাতে গিয়ে অভিযুক্তকে মারধরের করায় অবরুদ্ধ হন শ্রীপুর থানার সহকারী পরিদর্শক (এএসআই) মো. শাহিনুর ইসলাম। এ ঘটনায় গত শুক্রবার রাতে আটজনের নামে মামলা করেছেন এএসআই শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের এ মারধর ও অবরুদ্ধের ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মো. লাইছ উদ্দিন (৩৫), মো. সুজন মিয়া (২৭), আমিনুল ইসলাম (৩৬), মো. বাবুল মিয়া (৩০), আনুফা (৩০), মনির হোসেন (৩৫), বাচ্চু মিয়া (২৮) ও শাকিল (২৯)। এএসআই মো. শাহিনুর ইসলাম বলেন, ‘থানায় অভিযোগ করা মাহমুদা নামের এক নারীর জমি বায়নার টাকা দেওয়ার কথা থাকলে ঘটনাস্থলে যাই। সেখানে গেলে অভিযুক্ত লাইছ উদ্দিন সম্পূর্ণ টাকা না দিয়ে টালবাহানা করে। এ সময় চার লাখ টাকা দিয়ে বায়না করা স্ট্যাম্প জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমি স্ট্যাম্প রক্ষা করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অভিযুক্ত লাইছ উদ্দিনের নাক থেকে সামান্য রক্ত বের হয়।’

শাহিনুর বলেন, ‘পরবর্তীতে অভিযুক্ত লাইছ উদ্দিন উপস্থিত জনতাকে উসকানিমূলক কথা বলে খেপিয়ে তোলেন। এরপর অভিযুক্তরা আমার শরীরের সরকারি পোশাক ধরে টানাহেঁচড়া করে মারধর শুরু করেন। এ সময় আমার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা থানায় অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে।’

এ বিষয়ে অভিযুক্ত লাইছ উদ্দিনের বক্তব্য নিতে তাঁর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

লাইছ উদ্দিনের প্রতিবেশী আমির বলেন, ‘লাইছ উদ্দিন আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনার একটি মামলা করা হয়েছে। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত