Ajker Patrika

বান্দরবানে শিক্ষার্থীদের টিকাদান শুরু

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৪৪
বান্দরবানে শিক্ষার্থীদের টিকাদান শুরু

বান্দরবানে শিক্ষার্থীদের মধ্যে করোনা সুরক্ষা টিকা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা সদর হাসপাতালে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু করে বান্দরবান স্বাস্থ্য বিভাগ।

গতকাল জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সিভিল সার্জন অংসুই প্রু মারমা, ডেপুটি সিভিল সার্জন মং টিং ঞো, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. আলমগীর, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জিয়াউল হায়দারসহ স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তারা। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করে।

ডা. অংসুই প্রু মারমা জানান, বান্দরবানে শিক্ষার্থীদের টিকাদানের জন্য প্রথম পর্যায়ে ৯ হাজার ৩৬০ ভায়াল ফাইজারের ভ্যাকসিন আনা হয়েছে। প্রথম পর্যায়ে জেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৭৮০ জন এইচএসসি পরীক্ষার্থীকে এই টিকাদানের পরিকল্পনা করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলার ছাত্রছাত্রীদের মধ্যে এই টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন অংসুই বলেন, ‘আমরা শিক্ষার্থীদের জন্য ফাইজারের টিকা এনেছি। আজ থেকে তা দেওয়া শুরু হয়েছে। পরে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদের আমরা ফাইজারের টিকা দেব।’ তবে তিনি হুঁশিয়ার বলেন, শুধু টিকা নিলে হবে না, টিকা নেওয়ার পাশাপাশি ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত