মৃণাল সেন

১৯৭১ সাল। ‘ইন্টারভিউ’ ছবি তৈরি করার আগে টাকাপয়সার ব্যাপারটা অনিশ্চিত ছিল। মৃণাল সেন বুঝতে পারছিলেন না, কোথায় পাবেন ছবি তৈরির টাকা। একটা ছবি করা হবে, তা নিয়ে প্রোডাকশনের সবাই তৈরি ছিল কিন্তু যদি টাকা না থাকে তাহলে কী করে হবে ছবি?
এ সময় দুটি কোলিয়ারির এক মালিক এলেন মৃণাল সেনের কাছে। জানতে চাইলেন, এখন তিনি কী করছেন।
মৃণাল সেন তখন একটা স্ক্রিপ্ট কেবল শেষ করে আনছেন, কিন্তু পুরো গল্পটি তিনি এই কোলিয়ারির মালিককে শোনালেন না, বললেন একটি দৃশ্যের কথা।
গল্পটা ছিল এই রকম: ‘ইন্টারভিউ’ ছবির নায়ক রঞ্জিত মল্লিক কোনো একদিন একটি চলন্ত ট্রামে ওঠে। যাত্রী ভর্তি। কোনো সিট খালি নেই। ফিল্ম ম্যাগাজিনে চোখ বুলাচ্ছিল একটি মেয়ে। মেয়েটির পাশে রঞ্জিত মল্লিক গিয়ে দাঁড়ায়। চোখ চলে যায় ম্যাগাজিনের দিকে। সেখানে একটি ছবি ও একটি হেডলাইন দেখা যায়—‘মৃণাল সেনের নতুন আবিষ্কার রঞ্জিত মল্লিক’। মেয়েটা একবার ছবিটার দিকে, একবার রঞ্জিত মল্লিকের দিকে তাকায়। রঞ্জিত বলে, ‘এটা আমারই দোষ। আমি স্বীকার করছি, এটা আমারই ফটো কিন্তু আমি অভিনেতা নই, আমি কোনো স্টার নই। আমার নাম রঞ্জিত মল্লিক, আমি ভবানীপুরে থাকি। একটি সাপ্তাহিকে কাজ করি’ ইত্যাদি ইত্যাদি।
মোটামুটি এই ধারায় গল্পটা বলে কোলিয়ারির মালিকের দিকে তাকালেন মৃণাল সেন। তাঁর মুখে মুগ্ধতা টের পেলেন। কোলিয়ারির মালিক বললেন, ‘আমি টাকা দেব। পুরো টাকাটাই দেব।’
এরপর বললেন, ‘আমার একটা জরুরি কাজ আছে। আমি ক’দিনের জন্য রাজস্থান যাচ্ছি।’
তিনি তাঁর হাতব্যাগ থেকে দেড় লাখ টাকা বের করে মৃণাল সেনের হাতে দিলেন। বাকি টাকাটাও রাজস্থান থেকে ফিরে দেবেন বলে জানালেন।
বিস্ময়ের ব্যাপার, তিনি যথাসময়ে বাকি টাকা দিয়েছিলেন।
সূত্র: মৃণাল সেন, তৃতীয় ভুবন, পৃষ্ঠা ৯৬-৯৯

১৯৭১ সাল। ‘ইন্টারভিউ’ ছবি তৈরি করার আগে টাকাপয়সার ব্যাপারটা অনিশ্চিত ছিল। মৃণাল সেন বুঝতে পারছিলেন না, কোথায় পাবেন ছবি তৈরির টাকা। একটা ছবি করা হবে, তা নিয়ে প্রোডাকশনের সবাই তৈরি ছিল কিন্তু যদি টাকা না থাকে তাহলে কী করে হবে ছবি?
এ সময় দুটি কোলিয়ারির এক মালিক এলেন মৃণাল সেনের কাছে। জানতে চাইলেন, এখন তিনি কী করছেন।
মৃণাল সেন তখন একটা স্ক্রিপ্ট কেবল শেষ করে আনছেন, কিন্তু পুরো গল্পটি তিনি এই কোলিয়ারির মালিককে শোনালেন না, বললেন একটি দৃশ্যের কথা।
গল্পটা ছিল এই রকম: ‘ইন্টারভিউ’ ছবির নায়ক রঞ্জিত মল্লিক কোনো একদিন একটি চলন্ত ট্রামে ওঠে। যাত্রী ভর্তি। কোনো সিট খালি নেই। ফিল্ম ম্যাগাজিনে চোখ বুলাচ্ছিল একটি মেয়ে। মেয়েটির পাশে রঞ্জিত মল্লিক গিয়ে দাঁড়ায়। চোখ চলে যায় ম্যাগাজিনের দিকে। সেখানে একটি ছবি ও একটি হেডলাইন দেখা যায়—‘মৃণাল সেনের নতুন আবিষ্কার রঞ্জিত মল্লিক’। মেয়েটা একবার ছবিটার দিকে, একবার রঞ্জিত মল্লিকের দিকে তাকায়। রঞ্জিত বলে, ‘এটা আমারই দোষ। আমি স্বীকার করছি, এটা আমারই ফটো কিন্তু আমি অভিনেতা নই, আমি কোনো স্টার নই। আমার নাম রঞ্জিত মল্লিক, আমি ভবানীপুরে থাকি। একটি সাপ্তাহিকে কাজ করি’ ইত্যাদি ইত্যাদি।
মোটামুটি এই ধারায় গল্পটা বলে কোলিয়ারির মালিকের দিকে তাকালেন মৃণাল সেন। তাঁর মুখে মুগ্ধতা টের পেলেন। কোলিয়ারির মালিক বললেন, ‘আমি টাকা দেব। পুরো টাকাটাই দেব।’
এরপর বললেন, ‘আমার একটা জরুরি কাজ আছে। আমি ক’দিনের জন্য রাজস্থান যাচ্ছি।’
তিনি তাঁর হাতব্যাগ থেকে দেড় লাখ টাকা বের করে মৃণাল সেনের হাতে দিলেন। বাকি টাকাটাও রাজস্থান থেকে ফিরে দেবেন বলে জানালেন।
বিস্ময়ের ব্যাপার, তিনি যথাসময়ে বাকি টাকা দিয়েছিলেন।
সূত্র: মৃণাল সেন, তৃতীয় ভুবন, পৃষ্ঠা ৯৬-৯৯

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫