Ajker Patrika

কোক স্টুডিওর নতুন গান ‘নদীর কূল নাই’

কোক স্টুডিওর নতুন গান ‘নদীর কূল নাই’

কোক স্টুডিও বাংলা সিজন-২-এর সর্বশেষ প্রকাশিত ‘দেওরা’ গানটি রয়েছে আলোচনার কেন্দ্রে। নৌকাবাইচে ‘হাত ছাইড়া দেও সোনার দেওরা রে’ গানের তালে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। এই গানটিই নতুন আয়োজনে গত ৭ মে নিয়ে আসেন প্রীতম হাসান এবং লোকসংগীতশিল্পী ইসলামউদ্দিন পালাকার। গানটিতে আরও আছেন আরমীন মুসা এবং তাঁর দল ‘ঘাসফড়িং কয়্যার’। সেই গানের রেশ না কাটতেই নতুন গান নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। নতুন গানের শিরোনাম ‘নদীর কূল নাই’। শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন রিপন কুমার সরকার। যিনি ভক্ত-অনুরাগীদের কাছে বগা তালেব নামেই বেশি পরিচিত। বগা ও অর্ণবের পাশাপাশি গানটিতে আরও আছেন জ্যাজ শিল্পী ইদ্রিস।

‘নদীর কূল নাই কিনার নাই রে’ গানটির মূল শিল্পী আব্বাসউদ্দীন। লিখেছেন পল্লিকবি জসীম উদ্‌দীন। এ গানের আধুনিক সংস্করণ এবার দেখা যাবে কোক স্টুডিও বাংলায়।

চট্টগ্রাম বোট ক্লাবে গতকাল রাত ৮টা ৪৫ মিনিটে গানটির প্রদর্শনী হয়। যেটি কোক স্টুডিও বাংলার ফেসবুক থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এরপর রাতেই গানটি প্রকাশ পায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে।

‘নদীর কূল নাই’ মূলত একটি ভাটিয়ালি গান। তবে গানটির যেসব অংশে সুরের খেলা রয়েছে, সেখানে কীর্তনের প্রভাবও রয়েছে। শিল্পী বগা তালেবের নিজের কীর্তনের দল রয়েছে। এই ধরনের গানে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে বলে গানটি নিয়ে বেশ আশাবাদী অর্ণব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত