Ajker Patrika

অফিস, চার দোকান ও ৮ বাড়িতে চুরি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১২: ০১
অফিস, চার দোকান ও ৮ বাড়িতে চুরি

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের অফিসের দরজার তালা ভেঙে ১৫ কার্টন বিস্কুট ও কালীগঞ্জ উপজেলায় একটি বাজারের চার দোকানে এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক গ্রামের আটটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে এসব চুরির ঘটনা ঘটে।

কালীগঞ্জ: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারের চিড়ারমিল বাজারে চার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত বুধবার দিবাগত রাতে বাজারে এ চুরির ঘটনা ঘটেছে।

চিড়ারমিল বাজারের তাওহীদ স্টোর, আদিবা স্টোর, এস আর টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস ও মামনি ফার্মেসির দোকানের তালা ভেঙে সোনার গয়না, মোবাইল ফোন, সিগারেটের কার্টুনসহ নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে তাঁদের বেশ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালা ভেঙে ১৫ কার্টন বিস্কুট চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবাহান বলেন, সকালে বিদ্যালয়ে এসে দেখি অফিসের দরজার তালা ভাঙা। দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পাই সেখানে রাখা ১৫ কাটুন বিস্কুট নেই।

নাগেশ্বরী: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামে এক রাতে আটটি বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, অলংকার, মোবাইল ফোন, জামাকাপড় চুরি যায়।

ভুক্তভোগীরা জানান, বুধবার গভীর রাতে সিঁধ কেটে একে একে গ্রামের আটটি বাড়ির আটটি ঘরে ঢুকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সিঁধেল চোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত