মতলব উত্তর (চাঁদপুর) চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় একটি স্কুল ও কলেজে যাওয়ার পথে খালের ওপর নির্মিত সেতুর একপাশ ভেঙে মাটি থেকে আলাদা হয়ে গেছে।
জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে বাগবাড়ী যাওয়ার পথে খাল পার হতে এই সেতু দিয়ে শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ নিয়মিত চলাচল করে। এ সেতুটি বেহাল হওয়ার পর থেকে দুর্ভোগ পড়েছে স্থানীয় বাসিন্দারা। বড় ধরনের দুর্ঘটনা না ঘটার আগে সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, এই খালের ওপর ২০১০-১১ অর্থবছরে ছেংগারচর পৌরসভার অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। অভিযোগ আছে সেতুটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খাল খনন করার সময় সেতুর উইন ওয়াল গাইডের দুই পাশের মাটি সরে যাওয়ায় পানির স্রোতে সেতুটি ভেঙে যায়। এতে সেতু দিয়ে চলাচলকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক সময় সেতু পার হতে গিয়ে অনেকেই নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন।
ডেঙ্গুরভিটি গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে এই সেতু ভেঙে পড়ে আছে। এই গ্রামের মানুষ যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। কেউ ছোট শিশুদের নিয়ে যাতায়াত করতে পারেন না। অনেককেই রাস্তাটি সংস্কারের জন্য বলা হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।
একই গ্রামের সাজেদা বেগম বলেন, ‘বাতাসে নাকি এই সেতুটা ভেঙে থুইয়ে যায়। আমরা মেয়র-কাউন্সিলর সবাইরে জানাইছি, কিন্তু কেউ কোনো গুরুত্ব দিচ্ছেন না। এই সেতুটির ওপর দিয়ে স্কুল-কলেজের বাচ্চারা কষ্ট করে যাতায়াত করে।’
বাগবাড়ী গ্রামের সেরু ব্যাপারী নামের এক ব্যক্তি বলেন, ‘প্রায় পাঁচ বছর ধরে ভাইঙ্গে এই সেতুটা অকেজো হয়ে রইছে। আমরা যে কী কষ্টে যাতায়াত করতিছি। মেয়র-কাউন্সিলরদের এত বলেছি, তাঁরা কোনো কর্ণপাত করেন না। আমাগো এই যে তিনডে-চাইরডে গ্রামের লোকজনের এইডাই পথ একটা। অনেক মানুষ এই জাগাতে পইড়ে হাত-পাও ভাঙছে।’
জীবগাঁও জেনারেল হক হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন বলেন, ‘সেতুর এ অবস্থা থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এটি দ্রুত সংস্কার করা দরকার।’
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় একটি স্কুল ও কলেজে যাওয়ার পথে খালের ওপর নির্মিত সেতুর একপাশ ভেঙে মাটি থেকে আলাদা হয়ে গেছে।
জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজ থেকে বাগবাড়ী যাওয়ার পথে খাল পার হতে এই সেতু দিয়ে শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ নিয়মিত চলাচল করে। এ সেতুটি বেহাল হওয়ার পর থেকে দুর্ভোগ পড়েছে স্থানীয় বাসিন্দারা। বড় ধরনের দুর্ঘটনা না ঘটার আগে সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, এই খালের ওপর ২০১০-১১ অর্থবছরে ছেংগারচর পৌরসভার অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। অভিযোগ আছে সেতুটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে খাল খনন করার সময় সেতুর উইন ওয়াল গাইডের দুই পাশের মাটি সরে যাওয়ায় পানির স্রোতে সেতুটি ভেঙে যায়। এতে সেতু দিয়ে চলাচলকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক সময় সেতু পার হতে গিয়ে অনেকেই নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন।
ডেঙ্গুরভিটি গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে এই সেতু ভেঙে পড়ে আছে। এই গ্রামের মানুষ যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। কেউ ছোট শিশুদের নিয়ে যাতায়াত করতে পারেন না। অনেককেই রাস্তাটি সংস্কারের জন্য বলা হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।
একই গ্রামের সাজেদা বেগম বলেন, ‘বাতাসে নাকি এই সেতুটা ভেঙে থুইয়ে যায়। আমরা মেয়র-কাউন্সিলর সবাইরে জানাইছি, কিন্তু কেউ কোনো গুরুত্ব দিচ্ছেন না। এই সেতুটির ওপর দিয়ে স্কুল-কলেজের বাচ্চারা কষ্ট করে যাতায়াত করে।’
বাগবাড়ী গ্রামের সেরু ব্যাপারী নামের এক ব্যক্তি বলেন, ‘প্রায় পাঁচ বছর ধরে ভাইঙ্গে এই সেতুটা অকেজো হয়ে রইছে। আমরা যে কী কষ্টে যাতায়াত করতিছি। মেয়র-কাউন্সিলরদের এত বলেছি, তাঁরা কোনো কর্ণপাত করেন না। আমাগো এই যে তিনডে-চাইরডে গ্রামের লোকজনের এইডাই পথ একটা। অনেক মানুষ এই জাগাতে পইড়ে হাত-পাও ভাঙছে।’
জীবগাঁও জেনারেল হক হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন বলেন, ‘সেতুর এ অবস্থা থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এটি দ্রুত সংস্কার করা দরকার।’
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫