নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সচিবালয়ে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর এ তথ্য জানান।
মো. আলী নূর বলেন, ‘নথি গায়েবের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। চারজনকে আমরা চিহ্নিত করেছি। এই চারজন স্বাস্থ্য শিক্ষা বিভাগের কর্মচারী। তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ নথি গায়েবের ঘটনায় ওই চার কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অ্যাকশন চলমান আছে। ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে, এটার কাজ চলমান থাকবে। যখন জাজমেন্ট হবে তখন তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে ওই চার কর্মচারীর নাম-পদবি জানাননি সচিব আলী নূর। তবে এই বিভাগের একজন কর্মকর্তা জানান, ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরদার, প্রশাসন-২ শাখার গ্রহণ ও বিতরণ ইউনিটের অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়াকে নথি গায়েবের ঘটনায় চিহ্নিত করেছে তদন্ত কমিটি।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭টি নথি গায়েবের ঘটনায় গত ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার। সেখানে বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয়সংক্রান্ত শাখা-২ এর কম্পিউটার অপারেটর জোসেফ সরদার ও আয়েশা গত ২৭ অক্টোবর কাজ শেষ করে ফাইলটি একটি কেবিনেটে রেখে গিয়েছিলেন। ওই ফাইলের ভেতরে ১৭টি নথি ছিল। পরদিন অফিসে গিয়ে কেবিনেটে ওই ফাইল খুঁজে পাওয়া যায়নি। ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ্ আলমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। এই কমিটি নথি গায়েবের ঘটনায় চারজন কর্মচারীকে চিহ্নিত করেছে।
নথি গায়েবের তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ কর্মচারী এবং ১ ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল সিআইডি। পরে সবাইকে ছেড়ে দিয়ে সিআইডি জানায়, তদন্তে তারা বলার মতো কিছু পায়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার পর্যন্ত নথিগুলো উদ্ধার হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সচিবালয়ে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর এ তথ্য জানান।
মো. আলী নূর বলেন, ‘নথি গায়েবের ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। চারজনকে আমরা চিহ্নিত করেছি। এই চারজন স্বাস্থ্য শিক্ষা বিভাগের কর্মচারী। তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ নথি গায়েবের ঘটনায় ওই চার কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অ্যাকশন চলমান আছে। ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়েছে, এটার কাজ চলমান থাকবে। যখন জাজমেন্ট হবে তখন তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে ওই চার কর্মচারীর নাম-পদবি জানাননি সচিব আলী নূর। তবে এই বিভাগের একজন কর্মকর্তা জানান, ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরদার, প্রশাসন-২ শাখার গ্রহণ ও বিতরণ ইউনিটের অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়াকে নথি গায়েবের ঘটনায় চিহ্নিত করেছে তদন্ত কমিটি।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭টি নথি গায়েবের ঘটনায় গত ২৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার। সেখানে বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয়সংক্রান্ত শাখা-২ এর কম্পিউটার অপারেটর জোসেফ সরদার ও আয়েশা গত ২৭ অক্টোবর কাজ শেষ করে ফাইলটি একটি কেবিনেটে রেখে গিয়েছিলেন। ওই ফাইলের ভেতরে ১৭টি নথি ছিল। পরদিন অফিসে গিয়ে কেবিনেটে ওই ফাইল খুঁজে পাওয়া যায়নি। ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ্ আলমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। এই কমিটি নথি গায়েবের ঘটনায় চারজন কর্মচারীকে চিহ্নিত করেছে।
নথি গায়েবের তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ কর্মচারী এবং ১ ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল সিআইডি। পরে সবাইকে ছেড়ে দিয়ে সিআইডি জানায়, তদন্তে তারা বলার মতো কিছু পায়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার পর্যন্ত নথিগুলো উদ্ধার হয়নি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫