কালিহাতী প্রতিনিধি

কালিহাতীতে শাজাহান সিরাজের বাড়ির নামফলকের লেখায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কালিহাতী উপজেলা সদরে শাজাহান সিরাজের বাড়ির মূল ফটকের নামফলকে লেখা ‘স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ ও রাবেয়া সিরাজ’। এরপরেই লেখা রয়েছে ঠিকানা।
এমনভাবে লেখার কারণে মনে হচ্ছে স্বাধীনতার ইশতেহারের পাঠক যেন শাজাহান সিরাজ ও তাঁর স্ত্রী রাবেয়া সিরাজ। এলাকাবাসীর অভিযোগ খোদ ইশতেহার পাঠকের বাড়ির নামফলকের কারণে ভুল ইতিহাস জানছে বর্তমান প্রজন্ম। তাঁরা নামফলকটি দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন।
স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস গেছে গত বৃহস্পতিবার। এদিন বিকেলে প্রশ্ন জাগে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সেতু, পার্থ ঘোষ ও মীমের। তারা শাজাহান সিরাজের বাড়ির মূল ফটকের নামফলক পড়ে বলে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ ও রাবেয়া সিরাজ দুজনই। এই তিন শিক্ষার্থী বলে, স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের পরিবারের পক্ষ থেকে এমন বিভ্রান্তিতে ভুল জানছি আমরা। দ্রুত এটি সংশোধন করা না হলে আরও অনেকেই ভুল ইতিহাস জানবে।
স্থানীয় ব্যবসায়ী রবিন বলেন, শাজাহান সিরাজ স্বাধীনতা সংগ্রামের বড় মানের নেতা। তাঁর পরিবার এত বড় ভুল করেছে। এটি দ্রুত সংশোধন করা দরকার।
কালিহাতী সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুল ও আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক কামাল হোসেন ভূইঞা বলেন, ‘মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর চার খলিফার অন্যতম স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ। বাড়িটির নামফলকে এ ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মাধ্যমে নতুন প্রজন্ম ভুল ও বিভ্রান্তিমূলক ইতিহাস জানছে। বিষয়টি দ্রুত সংশোধন করা দরকার।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ, রাবেয়া সিরাজ নয়। এটি দ্রুত সংশোধন করা দরকার।
শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ এ বিষয়ে বলেন, ‘বিষয়টি ভুল কি না তা চিন্তা করে দেখব। স্বাধীনতার ইশতেহার পাঠক তো শাজাহান সিরাজ। নামের আগে লেখা ও থাকলে কি ভুল হয়?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন এ বিষয়ে বলেন, বিষয়টি আমি দেখে বলতে পারব। আগামীকাল (শনিবার) যোগাযোগ করব।

কালিহাতীতে শাজাহান সিরাজের বাড়ির নামফলকের লেখায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কালিহাতী উপজেলা সদরে শাজাহান সিরাজের বাড়ির মূল ফটকের নামফলকে লেখা ‘স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ ও রাবেয়া সিরাজ’। এরপরেই লেখা রয়েছে ঠিকানা।
এমনভাবে লেখার কারণে মনে হচ্ছে স্বাধীনতার ইশতেহারের পাঠক যেন শাজাহান সিরাজ ও তাঁর স্ত্রী রাবেয়া সিরাজ। এলাকাবাসীর অভিযোগ খোদ ইশতেহার পাঠকের বাড়ির নামফলকের কারণে ভুল ইতিহাস জানছে বর্তমান প্রজন্ম। তাঁরা নামফলকটি দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন।
স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস গেছে গত বৃহস্পতিবার। এদিন বিকেলে প্রশ্ন জাগে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সেতু, পার্থ ঘোষ ও মীমের। তারা শাজাহান সিরাজের বাড়ির মূল ফটকের নামফলক পড়ে বলে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ ও রাবেয়া সিরাজ দুজনই। এই তিন শিক্ষার্থী বলে, স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের পরিবারের পক্ষ থেকে এমন বিভ্রান্তিতে ভুল জানছি আমরা। দ্রুত এটি সংশোধন করা না হলে আরও অনেকেই ভুল ইতিহাস জানবে।
স্থানীয় ব্যবসায়ী রবিন বলেন, শাজাহান সিরাজ স্বাধীনতা সংগ্রামের বড় মানের নেতা। তাঁর পরিবার এত বড় ভুল করেছে। এটি দ্রুত সংশোধন করা দরকার।
কালিহাতী সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক জহুরুল হক বুলবুল ও আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক কামাল হোসেন ভূইঞা বলেন, ‘মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর চার খলিফার অন্যতম স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ। বাড়িটির নামফলকে এ ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মাধ্যমে নতুন প্রজন্ম ভুল ও বিভ্রান্তিমূলক ইতিহাস জানছে। বিষয়টি দ্রুত সংশোধন করা দরকার।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ, রাবেয়া সিরাজ নয়। এটি দ্রুত সংশোধন করা দরকার।
শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ এ বিষয়ে বলেন, ‘বিষয়টি ভুল কি না তা চিন্তা করে দেখব। স্বাধীনতার ইশতেহার পাঠক তো শাজাহান সিরাজ। নামের আগে লেখা ও থাকলে কি ভুল হয়?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসেইন এ বিষয়ে বলেন, বিষয়টি আমি দেখে বলতে পারব। আগামীকাল (শনিবার) যোগাযোগ করব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫