হোমনা প্রতিনিধি

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর জাতি যখন বিজয়ের আনন্দে উদ্বেল তখনো হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামের মানুষ মুক্তির প্রহর গুনছিলেন। ঘাগুটিয়া গ্রামের বড় মসজিদকে কেন্দ্র করে ক্যাম্প স্থাপন করে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস ঠেকাতে লড়াই অব্যাহত রেখেছিল পাকিস্তানি বাহিনী। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ২৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
ফোর বেঙ্গল রেজিমেন্টের নায়েক ও হোমনা থানার অপারেশন কমান্ডার মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হোমনা, দাউদকান্দি, মুরাদনগর বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের বীর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ঘাগুটিয়া ক্যাম্প আক্রমণ করেন। ২২ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী মাইকে আত্মসমর্পণের ঘোষণা দেয় এবং পরদিন ২৩ ডিসেম্বর শুক্রবার হোমনা থানায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তাঁরা। এ যুদ্ধে দুই শতাধিক পাকিস্তানি সেনা নিহত ও একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ১৭ জন বীর মুক্তিযোদ্ধা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন জানান, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেদিনও হোমনা উপজেলার পরাধীনতার শিকল ভাঙতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাচ্ছিলেন।
একপর্যায়ে পুরো উপজেলা হানাদারমুক্ত হলেও নতুন করে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া বড় মসজিদকে কেন্দ্র করে পাকিস্তানি বাহিনী ঘাঁটি গাড়ে। এরপর এই স্থানে যুদ্ধ চলে সপ্তাহব্যাপী।
সেই থেকে হোমনার সর্বশেষ যুদ্ধের স্থানটি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবছর হোমনায় ঘাগুটিয়ামুক্ত দিবস পালন করছেন।
আজকের কর্মসূচি:
হোমনার সর্বশেষ যুদ্ধ জয়ের ঘটনা স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুলালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে বীর মুক্তিযোদ্ধারা বিজয় শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রা শেষে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ঘাদানি কমিটির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর জাতি যখন বিজয়ের আনন্দে উদ্বেল তখনো হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামের মানুষ মুক্তির প্রহর গুনছিলেন। ঘাগুটিয়া গ্রামের বড় মসজিদকে কেন্দ্র করে ক্যাম্প স্থাপন করে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস ঠেকাতে লড়াই অব্যাহত রেখেছিল পাকিস্তানি বাহিনী। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ২৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
ফোর বেঙ্গল রেজিমেন্টের নায়েক ও হোমনা থানার অপারেশন কমান্ডার মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হোমনা, দাউদকান্দি, মুরাদনগর বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের বীর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ঘাগুটিয়া ক্যাম্প আক্রমণ করেন। ২২ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী মাইকে আত্মসমর্পণের ঘোষণা দেয় এবং পরদিন ২৩ ডিসেম্বর শুক্রবার হোমনা থানায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তাঁরা। এ যুদ্ধে দুই শতাধিক পাকিস্তানি সেনা নিহত ও একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ১৭ জন বীর মুক্তিযোদ্ধা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন জানান, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেদিনও হোমনা উপজেলার পরাধীনতার শিকল ভাঙতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাচ্ছিলেন।
একপর্যায়ে পুরো উপজেলা হানাদারমুক্ত হলেও নতুন করে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া বড় মসজিদকে কেন্দ্র করে পাকিস্তানি বাহিনী ঘাঁটি গাড়ে। এরপর এই স্থানে যুদ্ধ চলে সপ্তাহব্যাপী।
সেই থেকে হোমনার সর্বশেষ যুদ্ধের স্থানটি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবছর হোমনায় ঘাগুটিয়ামুক্ত দিবস পালন করছেন।
আজকের কর্মসূচি:
হোমনার সর্বশেষ যুদ্ধ জয়ের ঘটনা স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুলালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে বীর মুক্তিযোদ্ধারা বিজয় শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রা শেষে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ঘাদানি কমিটির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫