নরসিংদী প্রতিনিধি

আর কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলির আঁচড়ে সাজাতে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কারিগররা। চাহিদা অনুযায়ী প্রতিমা সরবরাহ করতে দিনরাত রঙের প্রলেপ ও অঙ্গ সজ্জা করা হচ্ছে জেলার প্রতিমা তৈরির স্থানগুলোতে। এ বছর জেলার ৬ উপজেলায় শারদীয় উৎসবকে নির্বিঘ্নে করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছ নিরাপত্তা ব্যবস্থা।
জেলা পুলিশ ও পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর নরসিংদী জেলার ৬ উপজেলায় ৩৫৬ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নরসিংদী সদরে ৯৯ টি, মনোহরদীতে ৫১টি, রায়পুরায় ৬৭টি, বেলাবতে ২৩টি, পলাশে ৪৬টি ও শিবপুরে ৭০টি পূজা মণ্ডপে পূজা হবে।
নরসিংদীর পালপাড়ায় গেলে দেখা যায়, শেষ মুহূর্তে এখন চলছে প্রতিমাগুলোতে রঙের প্রলেপ ও অঙ্গ সজ্জার কাজ। শিল্পীর তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমাগুলো। রং তুলির আঁচড়ে মনের মাধুরী মিশিয়ে দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। ষষ্ঠীতে বোধনের আগেই দেবী দুর্গাকে পূজা মণ্ডপে পৌঁছে দিতে কাজ চলছে দিন-রাত।
নরসিংদীর তুর্য্য প্রতিমা শিল্পালয়ের মালিক দুলাল পাল বলেন, প্রতিমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে তেমন লাভের মুখ দেখা যাচ্ছে না। কারণ ক্রেতারা আগের দামেই প্রতিমা তৈরি করে নিতে চাচ্ছেন।’
বিশ্বকর্মা প্রতিমা শিল্পালয়ের সঞ্জিত পাল বলেন, ‘প্রতিমার তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন চলছে রঙের প্রলেপ ও অঙ্গ সজ্জার কাজ। নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে হবে প্রতিমা। এই মুহূর্তে দম ফেলার সুযোগ পাচ্ছি না। ৩০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ হাজার টাকায় আমার প্রতিমা বিক্রি হয়েছে। বাঁশ, কাঠ, খড়, তারকাঁটা, পাট, মাটি ও রঙের দাম বৃদ্ধির তুলনায় প্রতিমার দাম পাচ্ছি না। কারিগরের বেতন ও কারখানার ভাড়া বেশি হওয়ায় লোকসানের মুখে আছি আমরা।’
নরসিংদী জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্যসচিব সুব্রত কুমার দাস বলেন, নরসিংদীতে গতবারের তুলনায় এবার পূজার সংখ্যা বেড়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী নরসিংদীর সকল মণ্ডপের সভাপতিকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে মন্দিরে প্রবেশ করতে হবে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, শারদীয় উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকবে পুলিশ। এ ছাড়া চেকপোস্টসহ র্যাব, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি তদারকি করা হবে।

আর কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলির আঁচড়ে সাজাতে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কারিগররা। চাহিদা অনুযায়ী প্রতিমা সরবরাহ করতে দিনরাত রঙের প্রলেপ ও অঙ্গ সজ্জা করা হচ্ছে জেলার প্রতিমা তৈরির স্থানগুলোতে। এ বছর জেলার ৬ উপজেলায় শারদীয় উৎসবকে নির্বিঘ্নে করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছ নিরাপত্তা ব্যবস্থা।
জেলা পুলিশ ও পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর নরসিংদী জেলার ৬ উপজেলায় ৩৫৬ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নরসিংদী সদরে ৯৯ টি, মনোহরদীতে ৫১টি, রায়পুরায় ৬৭টি, বেলাবতে ২৩টি, পলাশে ৪৬টি ও শিবপুরে ৭০টি পূজা মণ্ডপে পূজা হবে।
নরসিংদীর পালপাড়ায় গেলে দেখা যায়, শেষ মুহূর্তে এখন চলছে প্রতিমাগুলোতে রঙের প্রলেপ ও অঙ্গ সজ্জার কাজ। শিল্পীর তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমাগুলো। রং তুলির আঁচড়ে মনের মাধুরী মিশিয়ে দুর্গাকে সাজাচ্ছেন প্রতিমা শিল্পীরা। ষষ্ঠীতে বোধনের আগেই দেবী দুর্গাকে পূজা মণ্ডপে পৌঁছে দিতে কাজ চলছে দিন-রাত।
নরসিংদীর তুর্য্য প্রতিমা শিল্পালয়ের মালিক দুলাল পাল বলেন, প্রতিমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে তেমন লাভের মুখ দেখা যাচ্ছে না। কারণ ক্রেতারা আগের দামেই প্রতিমা তৈরি করে নিতে চাচ্ছেন।’
বিশ্বকর্মা প্রতিমা শিল্পালয়ের সঞ্জিত পাল বলেন, ‘প্রতিমার তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন চলছে রঙের প্রলেপ ও অঙ্গ সজ্জার কাজ। নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে হবে প্রতিমা। এই মুহূর্তে দম ফেলার সুযোগ পাচ্ছি না। ৩০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ হাজার টাকায় আমার প্রতিমা বিক্রি হয়েছে। বাঁশ, কাঠ, খড়, তারকাঁটা, পাট, মাটি ও রঙের দাম বৃদ্ধির তুলনায় প্রতিমার দাম পাচ্ছি না। কারিগরের বেতন ও কারখানার ভাড়া বেশি হওয়ায় লোকসানের মুখে আছি আমরা।’
নরসিংদী জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্যসচিব সুব্রত কুমার দাস বলেন, নরসিংদীতে গতবারের তুলনায় এবার পূজার সংখ্যা বেড়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী নরসিংদীর সকল মণ্ডপের সভাপতিকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে মন্দিরে প্রবেশ করতে হবে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, শারদীয় উৎসবকে নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকবে পুলিশ। এ ছাড়া চেকপোস্টসহ র্যাব, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি তদারকি করা হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫