Ajker Patrika

বিজয় দিবসের ব্যানার ছেঁড়ায় গ্রেপ্তার ২

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭: ১৭
বিজয় দিবসের ব্যানার ছেঁড়ায়  গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চে টানানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় মো. সবুজ ও মো. গোলাপ নামে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। গতকাল সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাতমোড়া উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান করার জন্য মঞ্চ তৈরি করা হয়। মঞ্চে ব্যানার টানানোর পর সবুজ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানারটি ছিঁড়ে ফেলেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গত রোববার তাঁদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ বলেন, ‘বিদ্যালয়ের বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়। তাই তাঁদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।’

তদন্তকারী কর্মকর্তা এস আই মো. আশরাফ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত