তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার মধ্য আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩২ বছরেও কমিটি কিংবা শিক্ষকেরা জানেন না স্কুলের জমির সীমানা। সম্প্রতি বিদ্যালয় কমিটি পাশের মসজিদ ঘেঁষা একটি গাছ কাটতে গেলে বিষয়টি আলোচনায় এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। প্রতিষ্ঠার সময় স্কুলের নামে মোট ৫টি খতিয়ানে ৭টি দাগের মধ্যে ৩৬ শতক জমি দান করেন দাতারা। এরপর দুই যুগ পর ২০১৩ সালে সরকারি করা হয় স্কুলটি। এরপরও পেরিয়ে গেছে ৮টি বছর। তবে স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা শিক্ষকদের কেউ জানেন না, স্কুলের মূল সম্পত্তির পরিমাণ কত এবং তার অবস্থান কোথায়।
মূলত স্কুলটির মূল ভবন রয়েছে ৭ শতক জমির ওপর। বাকি ২৯ শতক জমি পাশের বিলে। এই ২৯ শতক জমি কারা দখল করছে কিংবা কোন শর্তে—তারও হদিস নেই কারও কাছে। আবার স্কুলের সামনে যে খেলার মাঠ, সেটিও বিদ্যালয়ের নয়।
আরও জানা গেছে, ২০১৩ সালে স্কুলটি সরকারীকরণের সময় শুধু কাগজ-কলমে এর মূল জমির পরিমাপ ও অবস্থান উপস্থাপন করে কর্তৃপক্ষ। তবে সেই জমি দখলে নিতে কোনো উদ্যোগ নেয়নি বিদ্যালয় কমিটি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি কৃষ্ণ মুনির কাছে জানতে চাইলে তিনি জানান, তৎকালীন প্রধান শিক্ষক তাঁকে ওই সম্পত্তির দখল বুঝে দিয়ে যাননি; আর তাঁরও জানা নেই জমির প্রকৃত অবস্থান কোথায়। তবে বিষয়টি জানার পর তিনি ম্যানেজিং কমিটিসহ শিক্ষকদের নিয়ে আজ শনিবার মিটিং আহ্বান করেছেন। আলোচনায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া তিনি বিদ্যালয় কমিটির কাছে সব কাগজপত্র চেয়ে নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরার তালা উপজেলার মধ্য আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৩২ বছরেও কমিটি কিংবা শিক্ষকেরা জানেন না স্কুলের জমির সীমানা। সম্প্রতি বিদ্যালয় কমিটি পাশের মসজিদ ঘেঁষা একটি গাছ কাটতে গেলে বিষয়টি আলোচনায় এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। প্রতিষ্ঠার সময় স্কুলের নামে মোট ৫টি খতিয়ানে ৭টি দাগের মধ্যে ৩৬ শতক জমি দান করেন দাতারা। এরপর দুই যুগ পর ২০১৩ সালে সরকারি করা হয় স্কুলটি। এরপরও পেরিয়ে গেছে ৮টি বছর। তবে স্কুলের ম্যানেজিং কমিটি কিংবা শিক্ষকদের কেউ জানেন না, স্কুলের মূল সম্পত্তির পরিমাণ কত এবং তার অবস্থান কোথায়।
মূলত স্কুলটির মূল ভবন রয়েছে ৭ শতক জমির ওপর। বাকি ২৯ শতক জমি পাশের বিলে। এই ২৯ শতক জমি কারা দখল করছে কিংবা কোন শর্তে—তারও হদিস নেই কারও কাছে। আবার স্কুলের সামনে যে খেলার মাঠ, সেটিও বিদ্যালয়ের নয়।
আরও জানা গেছে, ২০১৩ সালে স্কুলটি সরকারীকরণের সময় শুধু কাগজ-কলমে এর মূল জমির পরিমাপ ও অবস্থান উপস্থাপন করে কর্তৃপক্ষ। তবে সেই জমি দখলে নিতে কোনো উদ্যোগ নেয়নি বিদ্যালয় কমিটি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি কৃষ্ণ মুনির কাছে জানতে চাইলে তিনি জানান, তৎকালীন প্রধান শিক্ষক তাঁকে ওই সম্পত্তির দখল বুঝে দিয়ে যাননি; আর তাঁরও জানা নেই জমির প্রকৃত অবস্থান কোথায়। তবে বিষয়টি জানার পর তিনি ম্যানেজিং কমিটিসহ শিক্ষকদের নিয়ে আজ শনিবার মিটিং আহ্বান করেছেন। আলোচনায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত আসবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি বিদ্যালয়ের বর্তমান ও সাবেক প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া তিনি বিদ্যালয় কমিটির কাছে সব কাগজপত্র চেয়ে নির্দেশ দিয়েছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫