রয়টার্স, নিউইয়র্ক

দুই দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আফগান ত্যাগের বিশৃঙ্খল ফ্লাইট প্রক্রিয়ার নানা অজানা কাহিনি ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। এতে আনন্দ-বিষাদের অনেক ঘটনাই জানা যাচ্ছে। হাজার হাজার মানুষের মতো দেশ ছাড়তে পাঁচ সন্তান ও স্ত্রী সুরাইয়াকে নিয়ে ১৯ আগস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ভিড় করেছিলেন মির্জা আলি আহমাদি।
প্রচণ্ড ভিড় ঠেলে এগোতে ভীষণ কষ্ট হচ্ছিল তাঁদের। এ অবস্থায় বিমানবন্দরের একটি গেটের কাছাকাছি আসার পর দেওয়ালের ওপরে পাহারায় থাকা এক মার্কিন সেনা তাঁদের সাহায্যের দরকার আছে কি না, জানতে চান। এ রকম প্রস্তাব শুনে মুহূর্তেই দুই মাসের শিশু সোহাইলকে সেনাটির হাতে দেন মির্জা আলি।
পরবর্তী সময়ে তিনি জানান, ‘তখন খুব ভিড়। ভিড় ঠেলে দুই মাসের সোহাইলকে নিয়ে এগোনো বেশ কঠিন ছিল। তাই ভাবলাম, আমরা তো গেটের কাছেই চলে এসেছি। সোহাইলকে এদিকে দিয়ে দিলে, দেওয়ালের ওপারে বা বিমানবন্দরের ভেতরে একটু পরই তো তাকে পাব।’
কিন্তু তাঁদের ঢুকতে প্রায় আধঘণ্টা দেরি হয়ে যায়। এরপর থেকে প্রায় তিন মাস পার হতে চললেও খোঁজ মেলেনি শিশুটির। মার্কিন সেনা, সাধারণ কর্মকর্তাসহ সম্ভাব্য সবার কাছে সোহাইলের খোঁজে ধরনা দিয়েছে কাবুলের মার্কিন দূতাবাসে নিরাপত্তা কর্মী হিসেবে ১০ বছর কাজ করা মির্জা আলি। কিন্তু কেউ সোহাইলের সন্ধান দিতে পারেননি।
বাকি চার সন্তান ও স্ত্রী সুরাইয়াকে নিয়ে বর্তমানে টেক্সাসের ‘ফোর্ট ব্লিস’-এ অন্য আফগান উদ্বাস্তুদের সঙ্গে অবস্থান করছেন মির্জা আলি। ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিভাগের কাছে নিখোঁজ সোহাইলের বিষয়ে আলাপ করেছেন তিনি। তারাও একটা কিছু জানানোর আশ্বাস দিয়েছেন। মা সুরাইয়াও মনে করেন, আল্লাহ চাইলে, একদিন ফিরবে নিখোঁজ সোহাইল।

দুই দশকের যুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আফগান ত্যাগের বিশৃঙ্খল ফ্লাইট প্রক্রিয়ার নানা অজানা কাহিনি ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। এতে আনন্দ-বিষাদের অনেক ঘটনাই জানা যাচ্ছে। হাজার হাজার মানুষের মতো দেশ ছাড়তে পাঁচ সন্তান ও স্ত্রী সুরাইয়াকে নিয়ে ১৯ আগস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে ভিড় করেছিলেন মির্জা আলি আহমাদি।
প্রচণ্ড ভিড় ঠেলে এগোতে ভীষণ কষ্ট হচ্ছিল তাঁদের। এ অবস্থায় বিমানবন্দরের একটি গেটের কাছাকাছি আসার পর দেওয়ালের ওপরে পাহারায় থাকা এক মার্কিন সেনা তাঁদের সাহায্যের দরকার আছে কি না, জানতে চান। এ রকম প্রস্তাব শুনে মুহূর্তেই দুই মাসের শিশু সোহাইলকে সেনাটির হাতে দেন মির্জা আলি।
পরবর্তী সময়ে তিনি জানান, ‘তখন খুব ভিড়। ভিড় ঠেলে দুই মাসের সোহাইলকে নিয়ে এগোনো বেশ কঠিন ছিল। তাই ভাবলাম, আমরা তো গেটের কাছেই চলে এসেছি। সোহাইলকে এদিকে দিয়ে দিলে, দেওয়ালের ওপারে বা বিমানবন্দরের ভেতরে একটু পরই তো তাকে পাব।’
কিন্তু তাঁদের ঢুকতে প্রায় আধঘণ্টা দেরি হয়ে যায়। এরপর থেকে প্রায় তিন মাস পার হতে চললেও খোঁজ মেলেনি শিশুটির। মার্কিন সেনা, সাধারণ কর্মকর্তাসহ সম্ভাব্য সবার কাছে সোহাইলের খোঁজে ধরনা দিয়েছে কাবুলের মার্কিন দূতাবাসে নিরাপত্তা কর্মী হিসেবে ১০ বছর কাজ করা মির্জা আলি। কিন্তু কেউ সোহাইলের সন্ধান দিতে পারেননি।
বাকি চার সন্তান ও স্ত্রী সুরাইয়াকে নিয়ে বর্তমানে টেক্সাসের ‘ফোর্ট ব্লিস’-এ অন্য আফগান উদ্বাস্তুদের সঙ্গে অবস্থান করছেন মির্জা আলি। ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিভাগের কাছে নিখোঁজ সোহাইলের বিষয়ে আলাপ করেছেন তিনি। তারাও একটা কিছু জানানোর আশ্বাস দিয়েছেন। মা সুরাইয়াও মনে করেন, আল্লাহ চাইলে, একদিন ফিরবে নিখোঁজ সোহাইল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫