
২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে মারা যান অনেক পোশাককর্মী। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারীকর্মীকে উদ্ধার করা হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে নজরুল ইসলাম নির্মাণ করেন ‘রানা প্লাজা’ নামের সিনেমা। এত বছরেও সেন্সরের বাধা অতিক্রম করতে পারেনি সিনেমাটি।
২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে। কয়েক দফা শুনানির পর সিনেমাটি আটকে দেওয়া হয়। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে।
দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম। আশা করছেন, সিনেমাটি এবার দর্শকদের দেখাতে পারবেন তিনি।
পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘সিনেমাটিতে নেতিবাচক কিছু নেই। বরং সিনেমাটির মাধ্যমে গার্মেন্টস মালিক-শ্রমিক সবাই আরও সচেতন হওয়ার সুযোগ খুঁজে পাবেন। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে। অনেক চেষ্টা করেও গত ১০ বছরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তাই আমরা আশায় বুক বেঁধেছি। মুক্তির প্রস্তুতি নিচ্ছি। তবে তারও আগে (প্রদর্শনীতে নিষেধাজ্ঞার) প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। এ জন্য আমরা আলোচনা করতে চাই সংশ্লিষ্টদের সঙ্গে।’ নির্মাতা জানান, আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে রানা প্লাজা ফের সেন্সরে জমা দেওয়ার চেষ্টা করবেন তিনি।
রানা প্লাজা সিনেমায় রেশমা চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তাঁর বিপরীতে আছেন সাইমন সাদিক। আরও আছেন আবুল হায়াত, সাদেক বাচ্চু, কাবিলা, রেহানা জলি, শিরিন আলম, হাবিব খান প্রমুখ। পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত এ সিনেমার সংলাপ লিখেছেন মুজতবা সউদ।

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে মারা যান অনেক পোশাককর্মী। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারীকর্মীকে উদ্ধার করা হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে নজরুল ইসলাম নির্মাণ করেন ‘রানা প্লাজা’ নামের সিনেমা। এত বছরেও সেন্সরের বাধা অতিক্রম করতে পারেনি সিনেমাটি।
২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নজরুল রিট করেন হাইকোর্টে। কয়েক দফা শুনানির পর সিনেমাটি আটকে দেওয়া হয়। এরপর ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে।
দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম। আশা করছেন, সিনেমাটি এবার দর্শকদের দেখাতে পারবেন তিনি।
পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘সিনেমাটিতে নেতিবাচক কিছু নেই। বরং সিনেমাটির মাধ্যমে গার্মেন্টস মালিক-শ্রমিক সবাই আরও সচেতন হওয়ার সুযোগ খুঁজে পাবেন। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে। অনেক চেষ্টা করেও গত ১০ বছরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়নি। এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তাই আমরা আশায় বুক বেঁধেছি। মুক্তির প্রস্তুতি নিচ্ছি। তবে তারও আগে (প্রদর্শনীতে নিষেধাজ্ঞার) প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। এ জন্য আমরা আলোচনা করতে চাই সংশ্লিষ্টদের সঙ্গে।’ নির্মাতা জানান, আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে রানা প্লাজা ফের সেন্সরে জমা দেওয়ার চেষ্টা করবেন তিনি।
রানা প্লাজা সিনেমায় রেশমা চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তাঁর বিপরীতে আছেন সাইমন সাদিক। আরও আছেন আবুল হায়াত, সাদেক বাচ্চু, কাবিলা, রেহানা জলি, শিরিন আলম, হাবিব খান প্রমুখ। পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত এ সিনেমার সংলাপ লিখেছেন মুজতবা সউদ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫