সিলেট প্রতিনিধি

কাঁদলেন তাঁরা, কাঁদালেনও। পরিবারের স্বপ্ন ছিল যাঁকে ঘিরে, সেই মানুষটিই গুম হয়ে গেছেন। তাঁদের স্মরণ করে পরিবারের সদস্যরা অনুষ্ঠানস্থলেই কান্নায় ভেঙে পড়লেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গাড়িচালক আনছার আলীর স্ত্রী মুক্তা বেগমও ছিলেন সেখানে। বক্তব্য দিতে পারেননি তিনি।
সাবেক ছাত্রদল নেতা জুনেদ আহমদের বোন তানজিনা খানম ভাইয়ের সন্ধান দাবি করে বলেন, ‘আমাদের ভাইয়ের স্থানে আপনারা নিজেদের দাঁড় করিয়ে উপলব্ধি করলেই বুঝতে পারবেন কীভাবে কাটছে স্বজনহারাদের প্রতিটি মুহূর্ত। আমাদের মতো গুম হওয়া পরিবারের সময় কাটছে কত কষ্ট আর যন্ত্রণায়।’
১০ বছর ধরে নিখোঁজ চার ব্যক্তির পরিবারের সদস্যদের নিয়ে গত রোববার বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেন স্বজনহারা পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের কান্নায় উপস্থিত সবার চোখে পানি চলে আসে।
মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ নিয়ে নেতারা বলেন, মা-বাবা, ভাই-বোন, সন্তান, কারও স্ত্রী তাকিয়ে থাকেন দরজার দিকে। হয়তো কখনো কেউ ফিরে এসে দরজার ওপার থেকে ডাক দেবে প্রিয় নাম ধরে। অপেক্ষায় রাত পেরিয়ে ভোর হয়, ফেরেন না প্রিয়জন।
গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ মনের ভেতরে জমানো দীর্ঘ ১০ বছরের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দুঃখ কার কাছে বলব। দুঃখ বলার জায়গা নেই। মনের ভেতর শুধু বোবা কান্না।’
ছেলে গুম হওয়ার পর সব তথ্য সংগ্রহ করে একটি দলিল প্রস্তুত করে রাখেন তিনি। সেই দলিল অনুষ্ঠানস্থলে উপস্থাপন করে বলেন, সিলেটের গুম হওয়া সব ব্যক্তির এভাবে একটি দলিল প্রস্তুত রাখা প্রয়োজন। এ জন্য সিলেট বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন ডা. মঈন উদ্দিন।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, সারা দেশে গুম হওয়া মানুষগুলোর পরিবারের সদস্যদের প্রশ্ন, কোথায় আছেন তাঁদের প্রিয় মানুষটি। অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হোক তাঁদের।
মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী বলেন, গুম-খুনের কথা যাতে কেউ বলতে না পারে সে জন্য বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে।
আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রোকসানা বেগম শাহনাজ, আজমল বখত সাদেক, নজিবুর রহমান নজিব ও সালেহ আহমদ খসরু, সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহী, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আবুল কালাম ও ডা. নাজমুল ইসলাম প্রমুখ।

কাঁদলেন তাঁরা, কাঁদালেনও। পরিবারের স্বপ্ন ছিল যাঁকে ঘিরে, সেই মানুষটিই গুম হয়ে গেছেন। তাঁদের স্মরণ করে পরিবারের সদস্যরা অনুষ্ঠানস্থলেই কান্নায় ভেঙে পড়লেন। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গাড়িচালক আনছার আলীর স্ত্রী মুক্তা বেগমও ছিলেন সেখানে। বক্তব্য দিতে পারেননি তিনি।
সাবেক ছাত্রদল নেতা জুনেদ আহমদের বোন তানজিনা খানম ভাইয়ের সন্ধান দাবি করে বলেন, ‘আমাদের ভাইয়ের স্থানে আপনারা নিজেদের দাঁড় করিয়ে উপলব্ধি করলেই বুঝতে পারবেন কীভাবে কাটছে স্বজনহারাদের প্রতিটি মুহূর্ত। আমাদের মতো গুম হওয়া পরিবারের সময় কাটছে কত কষ্ট আর যন্ত্রণায়।’
১০ বছর ধরে নিখোঁজ চার ব্যক্তির পরিবারের সদস্যদের নিয়ে গত রোববার বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) মিলনায়তনে মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নেন স্বজনহারা পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের কান্নায় উপস্থিত সবার চোখে পানি চলে আসে।
মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অংশ নিয়ে নেতারা বলেন, মা-বাবা, ভাই-বোন, সন্তান, কারও স্ত্রী তাকিয়ে থাকেন দরজার দিকে। হয়তো কখনো কেউ ফিরে এসে দরজার ওপার থেকে ডাক দেবে প্রিয় নাম ধরে। অপেক্ষায় রাত পেরিয়ে ভোর হয়, ফেরেন না প্রিয়জন।
গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ মনের ভেতরে জমানো দীর্ঘ ১০ বছরের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বলেন, ‘দুঃখ কার কাছে বলব। দুঃখ বলার জায়গা নেই। মনের ভেতর শুধু বোবা কান্না।’
ছেলে গুম হওয়ার পর সব তথ্য সংগ্রহ করে একটি দলিল প্রস্তুত করে রাখেন তিনি। সেই দলিল অনুষ্ঠানস্থলে উপস্থাপন করে বলেন, সিলেটের গুম হওয়া সব ব্যক্তির এভাবে একটি দলিল প্রস্তুত রাখা প্রয়োজন। এ জন্য সিলেট বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন ডা. মঈন উদ্দিন।
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, সারা দেশে গুম হওয়া মানুষগুলোর পরিবারের সদস্যদের প্রশ্ন, কোথায় আছেন তাঁদের প্রিয় মানুষটি। অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হোক তাঁদের।
মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী বলেন, গুম-খুনের কথা যাতে কেউ বলতে না পারে সে জন্য বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে।
আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, হাবিবুর রহমান হাবিব, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রোকসানা বেগম শাহনাজ, আজমল বখত সাদেক, নজিবুর রহমান নজিব ও সালেহ আহমদ খসরু, সদস্য আমির হোসেন, মাহবুব কাদির শাহী, মোর্শেদ আহমদ মুকুল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আবুল কালাম ও ডা. নাজমুল ইসলাম প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫