Ajker Patrika

কলেজ ছুটি দিয়ে নৌকার প্রার্থীর সমাবেশ ও ভূরিভোজ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১১: ১৪
কলেজ ছুটি দিয়ে নৌকার প্রার্থীর সমাবেশ ও ভূরিভোজ

সকাল সাড়ে ১০টায় ক্লাস শুরু হয়। শিক্ষার্থীদের উপস্থিতি অন্য দিনের চেয়ে কম। স্যার জোর গলায় পড়াতে চেষ্টা করেন। সেটিও কাজে দেয়নি। তীব্র শব্দদূষণ আর হই-হুল্লোড়ের কারণে শিক্ষার্থীরা কিছুই শুনছিল না। একপর্যায়ে বাধ্য হয়ে বাকি সময়টা স্যার চুপ করেই কাটিয়ে দেন। এমনকি নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয় পুরো কলেজ। ক্লাস চলাকালীন বাইরে চলছিল রাজনৈতিক সমাবেশের আয়োজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ প্রাঙ্গণে গত শনিবার ওই সমাবেশের আয়োজন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী সেখ। সকাল সকাল শিক্ষার্থীরা কলেজে ক্লাস করতে এসে মঞ্চ দেখে কেউ কেউ ফিরে যায়। বাকি যারা ক্লাস করেছে তাদের অবস্থাটাও খুব সুখকর ছিল না। ক্লাস চলাকালেই বাইরে চলছিল বড় সমাবেশের প্রস্তুতি, নেতা-কর্মীদের স্লোগানমুখর আগমন, মাইকের শব্দ, চলে রান্নাবান্নাও।

নাম প্রকাশে অনিচ্ছুক এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী জানায়, ‘বিদ্যুৎ না থাকায় সেখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়। যে কারণে ক্লাসে স্যারের কথা কিছুই শুনি নাই।’

এদিকে সমাবেশে নেতা-কর্মীদের বিশৃঙ্খলা, কলেজের বারান্দায় রান্নার কাজ শুরু হওয়ায় দুপুর ১২টা ৪০ মিনিটে ক্লাস শেষ হওয়ার কথা থাকলেও ১২টায় ছুটি দেওয়া হয়।

গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু বলেন, ‘কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই এই আয়োজন। আমরা শিক্ষার্থীদের কোনো সমস্যা করিনি। ছুটি হওয়ার পর সমাবেশ শুরু করেছি।’

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রশীদও একই সুর মেলালেন। তিনি বলেন, ‘স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ জেলা ও উপজেলার নেতারা ফোন দিয়েছিলেন। আর ক্লাস শেষ হলেই সমাবেশ শুরু হয়।’ নৌকার চেয়ারম্যান প্রার্থী শামছুল বারী সেখ বলেন, ‘আমি নৌকার প্রার্থী। দলের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়। নেতারা এ বিষয়ে জানেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত