সখীপুর প্রতিনিধি

সখীপুর উপজেলার সর্বত্র অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন শক্তিবর্ধক পানীয় (ড্রিংকস)। নিয়মিত পান করে আসক্ত হয়ে পড়ছেন মধ্য ও উঠতি বয়সের যুবকেরা। এতে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলছেন চিকিৎসকেরা। সদরসহ গ্রামীণ বাজারগুলোর মুদিদোকান, এমনকি চা-দোকানেও পাওয়া যাচ্ছে এসব ভেজাল পানীয়। লাভ বেশি হওয়ায় অবাধে বিক্রি করছেন দোকানিরা।
সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে দেখা গেছে, শহর থেকে অজপাড়াগাঁও, হাটবাজার, পান-সিগারেট, কনফেকশনারি ও মুদিদোকানগুলোতেও বিভিন্ন নামী-বেনামি কোম্পানির পানীয় বিক্রি হচ্ছে। সন্ধ্যা হলেই এসব পানীয় কিনতে যুবক থেকে মধ্যবয়সী ও পঞ্চাশোর্ধ্বরাও দোকানের আশপাশে ঘুরঘুর করেন। আর দোকানিরা এসব পানীয়কে হারবাল, আয়ুর্বেদ, ইউনানি ওষুধ বলে বিক্রি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বিক্রেতার (মুদিদোকানি) সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন কোম্পানির প্রস্তুত করা শক্তিবর্ধক সিরাপগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে বাজারে সরবরাহ করা হয়। এসব বোতলের গায়ে বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) সিল লাগানো থাকে। তাই তাঁরা মনে করেন, এটা বৈধ ও অন্যান্য এনার্জি ড্রিংকসের মতো স্বাভাবিক পানীয়। এসব পানীয় বিক্রি করে প্রতি বোতল থেকে ২০-৩০ টাকা পর্যন্ত মুনাফা পাচ্ছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন সেবনকারী বলেন, এর ক্ষতিকর দিক জানা নেই। তিনি বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের মতোই মনে করেন।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের গবেষণা সদস্য ও রিসার্চ কো-অর্ডিনেটর খান তাজুল আরেফিন রাসেল আজকের পত্রিকাকে বলেন, এসব পানীয় কোনোভাবেই আয়ুর্বেদ, ইউনানি বা হারবাল ওষুধ হতে পারে না। হারবাল ওষুধ মনে করে এসব পানীয় সেবন করা কোনোভাবেই উচিত নয়। সাময়িক শক্তি বৃদ্ধি পেলেও ধীরে ধীরে যৌনক্ষমতা একেবারে হারিয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এসব পানীয় উচ্চ রক্তচাপেরও কারণ হতে পারে। তাই যেকোনো ওষুধ সেবনের ক্ষেত্রেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সখীপুর উপজেলার সর্বত্র অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন শক্তিবর্ধক পানীয় (ড্রিংকস)। নিয়মিত পান করে আসক্ত হয়ে পড়ছেন মধ্য ও উঠতি বয়সের যুবকেরা। এতে নানা ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলছেন চিকিৎসকেরা। সদরসহ গ্রামীণ বাজারগুলোর মুদিদোকান, এমনকি চা-দোকানেও পাওয়া যাচ্ছে এসব ভেজাল পানীয়। লাভ বেশি হওয়ায় অবাধে বিক্রি করছেন দোকানিরা।
সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে দেখা গেছে, শহর থেকে অজপাড়াগাঁও, হাটবাজার, পান-সিগারেট, কনফেকশনারি ও মুদিদোকানগুলোতেও বিভিন্ন নামী-বেনামি কোম্পানির পানীয় বিক্রি হচ্ছে। সন্ধ্যা হলেই এসব পানীয় কিনতে যুবক থেকে মধ্যবয়সী ও পঞ্চাশোর্ধ্বরাও দোকানের আশপাশে ঘুরঘুর করেন। আর দোকানিরা এসব পানীয়কে হারবাল, আয়ুর্বেদ, ইউনানি ওষুধ বলে বিক্রি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন বিক্রেতার (মুদিদোকানি) সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন কোম্পানির প্রস্তুত করা শক্তিবর্ধক সিরাপগুলো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে বাজারে সরবরাহ করা হয়। এসব বোতলের গায়ে বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) সিল লাগানো থাকে। তাই তাঁরা মনে করেন, এটা বৈধ ও অন্যান্য এনার্জি ড্রিংকসের মতো স্বাভাবিক পানীয়। এসব পানীয় বিক্রি করে প্রতি বোতল থেকে ২০-৩০ টাকা পর্যন্ত মুনাফা পাচ্ছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন সেবনকারী বলেন, এর ক্ষতিকর দিক জানা নেই। তিনি বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের মতোই মনে করেন।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের গবেষণা সদস্য ও রিসার্চ কো-অর্ডিনেটর খান তাজুল আরেফিন রাসেল আজকের পত্রিকাকে বলেন, এসব পানীয় কোনোভাবেই আয়ুর্বেদ, ইউনানি বা হারবাল ওষুধ হতে পারে না। হারবাল ওষুধ মনে করে এসব পানীয় সেবন করা কোনোভাবেই উচিত নয়। সাময়িক শক্তি বৃদ্ধি পেলেও ধীরে ধীরে যৌনক্ষমতা একেবারে হারিয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এসব পানীয় উচ্চ রক্তচাপেরও কারণ হতে পারে। তাই যেকোনো ওষুধ সেবনের ক্ষেত্রেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫