টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুনার রশিদ। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের খালাতো ভাই। আরেক প্রার্থী ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সংসদ সদস্য রাজ্জাকের মামাতো ভাই।
বাকি তিন প্রার্থী হলেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি।
টাকাপয়সা, সম্পদের দিক থেকে এগিয়ে আছেন হারুনার রশিদ। তাঁর নিজের এবং স্ত্রীর প্রত্যেকের ৪ কোটি টাকা রয়েছে। কাছাকাছি টাকাপয়সা রয়েছে আরেক প্রার্থী আজিজুল ও তাঁর স্ত্রীর। আর অন্য তিন প্রার্থীর মধ্যে সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছেন যথাক্রমে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মেহেদী হাসান রনি ও আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।
হলফনামা অনুযায়ী হারুনারের ৪ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ১২৬ টাকা নগদ রয়েছে। স্ত্রীর নামেও রয়েছে ৪ কোটি টাকা। কৃষি থেকে বার্ষিক আয় ৯১ হাজার ৮০০ টাকা, ব্যবসায় পুঁজি ১ কোটি ২ লাখ ৬০ হাজার ৩৫৪ টাকা, সম্মানী পেয়েছেন ৪ লাখ ৮০ হাজার টাকা, ব্যাংকে জমা ৪৭ লাখ ৮৯ হাজার ২৬৩ টাকা, ব্যক্তিগত পরিবহনের দাম ৫১ লাখ ৬১ হাজার টাকা। কৃষিজমি আছে ৪ একর; আর ৭৯ লাখ ৮৫ হাজার ২০০ টাকার ৪৯ দশমিক ৮৩ শতাংশ অকৃষিজমি। ঢাকা, ময়মনসিংহ ও ধনবাড়ীতে ৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার দালান এবং ১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৮১৬ টাকার বসতবাড়ি আছে। স্বর্ণ রয়েছে ৩০ ভরি। এগুলো উপহার পেয়েছেন বলে দাবি প্রার্থীর।
এদিকে অবসরপ্রাপ্ত চাকরিজীবী আজিজুল ইসলামের হলফনামাও সম্পদের বর্ণনায় ঠাসা। কৃষি খাতে তাঁর বার্ষিক আয় ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা, ব্যাংকে আমানত ৩৮ হাজার ৪৭৪ টাকা, চাকরি থেকে আয় ৮ লাখ ৫৩ হাজার ৬২২ টাকা, অবসর ভাতা ৮২ হাজার ৯০০ টাকা, নগদ টাকা ১৮ লাখ ৮৭ হাজার ২৮৭ দশমিক ৫০ পয়সা, ব্যাংকে জমা ১১ লাখ ৩৯ হাজার ৪৫৫ টাকা ৫০ পয়সা। ৯ লাখ ৫৩ হাজার ৮৩১ টাকার ১ একর ৩৬ শতাংশ কৃষিজমি, অগ্রণী ব্যাংকের শেয়ার আছে ৫৩ লাখ ৮৩ হাজার ৫৮৮ টাকা এবং বাড়ির দাম ৩৯ লাখ ৩ হাজার ২৬৫ টাকা।
আজিজুলের স্ত্রীর ৩ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ১৩০ টাকার বাড়ি-ফ্ল্যাট এবং ২৯ লাখ ৭৯ হাজার ৯০০ টাকার খামার রয়েছে। কৃষি খাতে তাঁর আয় ১ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংকে জমা ৫ লাখ টাকা, ১৭ লাখ টাকার সঞ্চয়পত্র, স্বর্ণ আছে ৫ ভরি। এ ছাড়া ৩ লাখ ৮৮ হাজার টাকার আসবাব, ২৪ লাখ ৫৬ হাজার ৮০৫ টাকার সাড়ে চার একর কৃষিজমি, ১ লাখ ৮০ হাজার টাকার অকৃষিজমি রয়েছে তাঁর।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুনার রশিদ। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের খালাতো ভাই। আরেক প্রার্থী ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন সংসদ সদস্য রাজ্জাকের মামাতো ভাই।
বাকি তিন প্রার্থী হলেন অবসরপ্রাপ্ত চাকরিজীবী আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি।
টাকাপয়সা, সম্পদের দিক থেকে এগিয়ে আছেন হারুনার রশিদ। তাঁর নিজের এবং স্ত্রীর প্রত্যেকের ৪ কোটি টাকা রয়েছে। কাছাকাছি টাকাপয়সা রয়েছে আরেক প্রার্থী আজিজুল ও তাঁর স্ত্রীর। আর অন্য তিন প্রার্থীর মধ্যে সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছেন যথাক্রমে খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মেহেদী হাসান রনি ও আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।
হলফনামা অনুযায়ী হারুনারের ৪ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ১২৬ টাকা নগদ রয়েছে। স্ত্রীর নামেও রয়েছে ৪ কোটি টাকা। কৃষি থেকে বার্ষিক আয় ৯১ হাজার ৮০০ টাকা, ব্যবসায় পুঁজি ১ কোটি ২ লাখ ৬০ হাজার ৩৫৪ টাকা, সম্মানী পেয়েছেন ৪ লাখ ৮০ হাজার টাকা, ব্যাংকে জমা ৪৭ লাখ ৮৯ হাজার ২৬৩ টাকা, ব্যক্তিগত পরিবহনের দাম ৫১ লাখ ৬১ হাজার টাকা। কৃষিজমি আছে ৪ একর; আর ৭৯ লাখ ৮৫ হাজার ২০০ টাকার ৪৯ দশমিক ৮৩ শতাংশ অকৃষিজমি। ঢাকা, ময়মনসিংহ ও ধনবাড়ীতে ৩ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার দালান এবং ১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৮১৬ টাকার বসতবাড়ি আছে। স্বর্ণ রয়েছে ৩০ ভরি। এগুলো উপহার পেয়েছেন বলে দাবি প্রার্থীর।
এদিকে অবসরপ্রাপ্ত চাকরিজীবী আজিজুল ইসলামের হলফনামাও সম্পদের বর্ণনায় ঠাসা। কৃষি খাতে তাঁর বার্ষিক আয় ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা, ব্যাংকে আমানত ৩৮ হাজার ৪৭৪ টাকা, চাকরি থেকে আয় ৮ লাখ ৫৩ হাজার ৬২২ টাকা, অবসর ভাতা ৮২ হাজার ৯০০ টাকা, নগদ টাকা ১৮ লাখ ৮৭ হাজার ২৮৭ দশমিক ৫০ পয়সা, ব্যাংকে জমা ১১ লাখ ৩৯ হাজার ৪৫৫ টাকা ৫০ পয়সা। ৯ লাখ ৫৩ হাজার ৮৩১ টাকার ১ একর ৩৬ শতাংশ কৃষিজমি, অগ্রণী ব্যাংকের শেয়ার আছে ৫৩ লাখ ৮৩ হাজার ৫৮৮ টাকা এবং বাড়ির দাম ৩৯ লাখ ৩ হাজার ২৬৫ টাকা।
আজিজুলের স্ত্রীর ৩ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার ১৩০ টাকার বাড়ি-ফ্ল্যাট এবং ২৯ লাখ ৭৯ হাজার ৯০০ টাকার খামার রয়েছে। কৃষি খাতে তাঁর আয় ১ লাখ ৫০ হাজার টাকা, ব্যাংকে জমা ৫ লাখ টাকা, ১৭ লাখ টাকার সঞ্চয়পত্র, স্বর্ণ আছে ৫ ভরি। এ ছাড়া ৩ লাখ ৮৮ হাজার টাকার আসবাব, ২৪ লাখ ৫৬ হাজার ৮০৫ টাকার সাড়ে চার একর কৃষিজমি, ১ লাখ ৮০ হাজার টাকার অকৃষিজমি রয়েছে তাঁর।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫